নেত্রকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

তবে এখন পর্যন্ত উদ্ধারকৃত কোন কিছুরই ছবি প্রকাশ করেনি তারা
বিজ্ঞাপন
নেত্রকোণায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ।
শনিবার (৮ জুন) দুপুর থেকে সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া গ্রামে এই বাড়িটি। ডুয়েটের সাবেক প্রফেসর মো. আব্দুল মান্নানের বাড়ি এটি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পুলিশ জানিয়েছে, গোয়েন্দা নজরদারির ফলে বাড়িটি বেশ কিছুদিন ধরে সন্দেহজনক মনে হয়। এরপর থেকে পুলিশ গোয়েন্দা নজরদারিতে রাখে। তবে বাড়ির ভেতর একটি ফিশারি পুকুর রয়েছে।
বিজ্ঞাপন
পুলিশ সুপার মো ফয়েজ আহমেদ জানান, তারা একটি বিদেশি পিস্তলসহ ১৭ রাউন্ড গুলি পেয়েছে। কিন্তু ভেতরে বুলেট প্রুফ সরঞ্জাম থাকায় এখানে এন্টি টেররিজম ইউনিটকে খবর দেয়া হলে তাদের সংগে পুলিশও বাড়িটিতে প্রবেশ করে। তবে এখন পর্যন্ত উদ্ধারকৃত কোন কিছুরই ছবি প্রকাশ করেনি তারা। এদিকে, কিছুক্ষণ পূর্বে এন্টিটেররিজম ডি আই জি আসাদুল্লাহ চৌধুরী ভেতরে প্রবেশ করেন।
বিজ্ঞাপন
জেবি/এসবি