Logo

কক্সবাজার থেকে পন্য নিয়ে জাহাজ সেন্টমার্টিন যাচ্ছে শুক্রবার

profile picture
জনবাণী ডেস্ক
১৪ জুন, ২০২৪, ০৮:৩০
কক্সবাজার থেকে পন্য নিয়ে জাহাজ সেন্টমার্টিন যাচ্ছে শুক্রবার
ছবি: সংগৃহীত

এটি ব্যবসার চেয়ে দ্বীপ ও সরকারে সিদ্ধান্তের বিষয়

বিজ্ঞাপন

কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে খাদ্য পণ্য নিয়ে শুক্রবার সেন্টমার্টিন যাচ্ছে এফবি বার আউলিয়া নামের জাহাজ। 

বৃহস্পতিবার (১৩ জুন) বেলা ১১ টার পর এটি কক্সবাজার শহরের নুনিয়ারছড়াঘাট থেকে রওয়ানা হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন জাহাজটির কক্সবাজারের প্রতিনিধি হোসাইন ইসলাম বাহাদুর।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি জানান, মিয়ানমার সীমান্ত থেকে সেন্টমার্টিন দ্বীপে যাতায়তকারি নৌযান লক্ষ্য গুলিবর্ষণের কারণে নৌ যান বন্ধ থাকায় দ্বীপে খাদ্যপণ্য সংকট হচ্ছে বুধবার প্রশাসনের সিদ্ধান্তের প্রেক্ষিতে জাহাজটি পন্য নিয়ে দ্বীপে যাবে। দ্বীপের ব্যবসায়ীরা পন্য নিয়ে জাহাজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে। দ্বীপের ব্যবসায়ীদের সুবিধা মতে শুক্রবার বেলা ১১ টার পর জাহাজটি দ্বীপের উদ্দেশ্যে যাত্রা দেবে। এটি প্রশাসন যতদিন চলাচল করতে বলবেন তত দিন যাত্রার দেবে। এটি ব্যবসার চেয়ে দ্বীপ ও সরকারে সিদ্ধান্তের বিষয়।

এর আগে টানা সাতদিন বন্ধ থাকার পর বিজিবি ও কোস্টগার্ডের নিরাপত্তায় শুরু হয়েছে ট্রলার চলাচল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকার সাগর উপকূলের পয়েন্ট দিয়ে সেন্টমার্টিন থেকে ট্রলার যোগে এসব মানুষ ফিরেছেন বলে জানিয়েছেন, টেকনাফের ইউএনও মো. আদনান চৌধুরী।

ওই ট্রলার ৩টি বিকালে যাত্রী নিয়ে সেন্টমার্টিন ফিরে গেছেন।

বিজ্ঞাপন

এমএল/ 

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD