Logo

আবারও সুনামগঞ্জে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে

profile picture
জনবাণী ডেস্ক
১২ জুলাই, ২০২৪, ২৩:০৬
86Shares
আবারও সুনামগঞ্জে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে
ছবি: সংগৃহীত

ত‌বে বড় ধর‌নের বন্যার কোনো সম্ভাবনা নেই

বিজ্ঞাপন

সুনামগঞ্জে ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে অস্বাভাবিক হারে বাড়ছে জেলার সব নদনদীর পানি। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১৫৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও হাওর এলাকায় পানির চাপ বৃদ্ধি পাওয়ায় তৃতীয় দফায় বন্যার কবলে জেলার সদর, বিশ্বম্ভপুর, ছাতক, দোয়ারাবাজার, শান্তিগঞ্জ, জগন্নাথপুরসহ ৬ উপজেলার দুর্গত এলাকার মানুষজন। সড়কে পানি উঠায় তাহিরপুর-বিশ্বম্ভপুর সড়কে জেলা শহরের সঙ্গে বন্ধ রয়েছে সরাসরি যোগাযোগ ব্যবস্থা।

শুক্রবার (১২ জুলাই) সকাল ৯টা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভারী বর্ষণে নদনদীর সমতল বৃদ্ধি পেয়ে নতুন করে সুরমা নদীর একাধিক পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেছে। সুরমা নদীর ছাতক পয়েন্টে বিপৎসীমার ৬৪ সেন্টিমিটার ও শহরের নবীনগর পয়েন্টে ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৫৫ মিলিমিটার। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা সিলেট সুনামগঞ্জ অঞ্চলের উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পা‌নি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার ব‌লেন, আগা‌মী ২৪ ঘণ্টায় পা‌নি আরও বৃ‌দ্ধি পে‌তে পা‌রে। ত‌বে বড় ধর‌নের বন্যার কোনো সম্ভাবনা নেই।

এদিকে নতুন করে পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা আতঙ্কে রয়েছেন ক্ষতিগ্রস্ত এলাকার মানুষজন। দীর্ঘদিন পানিবন্দি থাকায় কর্মহীন মানবেতর জীবনযাপন করছেন সংশ্লিষ্ট নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এই অবস্থায় সরকারের সহযোগিতা চেয়েছেন তারা।

বিজ্ঞাপন

এমএল/ 

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD