Logo

কক্সবাজারে দুটি হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ডাদেশ

profile picture
জনবাণী ডেস্ক
৩১ জুলাই, ২০২৪, ০২:২১
63Shares
কক্সবাজারে দুটি হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ডাদেশ
ছবি: সংগৃহীত

কক্সবাজারে পৃথক দুটি হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত

বিজ্ঞাপন

কক্সবাজারে পৃথক দুটি হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।

দীর্ঘ তিন দশকের বিচার প্রক্রিয়া শেষে মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে কক্সবাজার ৪র্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোশারফ হোসেন এই আদেশ দেন।বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শওকত বেলাল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি জানিয়েছেন, ১৯৯৫ সালের ২০ ডিসেম্বর রামুর রশিদ নগরেরর বটতলী বাজারে আটো রিক্সা নিয়ে বিরোধের জেরে আপন চাচাতো ভাই ভারুয়াখালীর খোরশেদ আলম বাবুলকে ছুরিকাঘাত করে হত্যা করে ভারুয়াখালী এলাকার শেরে ফরহাদ। দীর্ঘ বিচার কার্যক্রম শেষে মঙ্গলবার আদালত শেরে ফরহাদকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

একই সাথে ১ লাখ টাকা জরিমানা করেন। রায় ঘোষণার সময় মামলার একমাত্র আসামী শেরে ফরহাদ আদালতে উপস্থিত ছিলেন।তিনি জানান, একই আদালতে মহেশখালী উপজেলার মাতারবাড়ি মাইজপাড়ায় জমি বিরোধের জেরে ১৯৯৪ সালের ৪ মার্চ গুলিতে খুন হওয়া রব্বত আলীর মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীরা হলেন আবুল মোনাফ, করিম দাদ ও শামসুল আলম। রায় ঘোষণার সময় তারাও আদালতে উপস্থিত ছিলেন।রায়ে সন্তুোষ প্রকাশ করে শওকত বেলাল জানান, যথাযথ স্বাক্ষী উপস্থাপন ও প্রমাণ সাপেক্ষে আদালত যে রায় দিয়েছে তাতে তারা সন্তুষ্ট।

তবে রায়ে ক্ষোভ প্রকাশ করেন আসামী পক্ষের আইনজীবী নাছির উদ্দিন। ন্যায় বিচারের জন্য তারা উচ্চ আদালতে যাবেন বলে ঘোষণা দেন।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD