Logo

এক দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রতিবাদে ছাত্রলীগের মিছিল

profile picture
জনবাণী ডেস্ক
৪ আগস্ট, ২০২৪, ২৩:৫৭
49Shares
এক দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রতিবাদে ছাত্রলীগের মিছিল
ছবি: সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা ।

বিজ্ঞাপন

মাসুদুর রহমান: জামালপুরের সরিষাবাড়ীতে ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে  বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা ।

রবিবার (৪ আগস্ট) সকাল ১১ টায় শুরু আরামনগর বাজার, পৌরসভা চত্ত্বর, মুক্তযোদ্ধা সংসদ মোড় হয়ে আরামনগর বাজার কাঠ হাটি মোড়ে সমাবেশে প্রায় ৩০ মিনিট অবস্থান নেয়। সেখানে সমাবেশে শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।  শিক্ষার্থীদে পাশাপাশি  সেখানে বিএনপি ও ছাত্রদল এবং অঙ্গসহযোগী সংগঠনের অনেক নেতাকর্মীকেই লাঠি সোঠা নিয়ে অবস্থান নিতে দেখা গেছে। 

বিজ্ঞাপন

এদিকে এক দফা আন্দোলনের প্রতিবাদে তাৎক্ষনিক সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি সরিষাবাড়ী পৌরসভার প্রধান সড়কে অবস্থান নেন।  অন্যদিকে রবিবার সকাল সাড়ে ১০ টায় আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের নাশকতা রুখতে পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকার রাজপথসহ বিভিন্ন মোড়ে মোড়ে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অবস্থান নেয়।

  

বিজ্ঞাপন

তবে কথা হলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান জানান, থানা এলাকার পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ এর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।  

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD