গোয়াইনঘাটে ইসলামপন্থী সংগঠনের সাথে পুলিশের মতবিনিময় অনুষ্ঠিত

ধীরে ধীরে পরিবর্তন আনতে হবে
বিজ্ঞাপন
সিলেটের গোয়াইনঘাটে ইসলামপন্থী তিন রাজনৈতিক সংগঠন ও সামাজিক সংগঠনের সাথে গোয়াইনঘাট থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টা থেকে ঘন্টা ব্যাপী এই মতবিনিময় সভা গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশ, জাতীয় ইমাম সমিতি ও জালালাবাদ ইমাম সমিতি অংশগ্রহণ করে।
বিজ্ঞাপন
গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহিদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. হারুন অর-রশিদ।
বিজ্ঞাপন
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে প্রতিনিধিত্ব করেন উপজেলা আমীর মো. আবুল হোসেন, খেলাফত মজলিসের পক্ষে প্রতিনিধিত্ব করেন উপজেলা সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ জহির, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন উপজেলা সাধারণ সম্পাদক মাও: গোলাম আম্বিয়া কয়েছ, হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন হাফিজ তাজুল ইসলাম।
বিজ্ঞাপন
এছাড়া জাতীয় ইমাম সমিতি গোয়াইনঘাট উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মতিন ও জালালাবাদ ইমাম সমিতি গোয়াইনঘাট উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা বেলাল আহমদ সহ ইসলামপন্থী রাজনৈতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
বিজ্ঞাপন
মতবিনিময় সভায় বক্তারা, মাদক, জুয়া, চোরাচালানসহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার পরামর্শ দেন। এছাড়া সম্প্রতি সিলেটের শাহপরান (রহ.) মাজারে মদ, গাঁজা ও ইয়াবা সেবনসহ নারী বাজি অপকর্মের বিরুদ্ধে ধর্মপ্রাণ উলামায়ে কেরামের অবস্থানের ব্যাপারে অবগত করা হয়।
বিজ্ঞাপন
সভাপতির বক্তব্যে গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহিদুর রহমান বলেন, একদিনে চেঞ্জ হবে না। ধীরে ধীরে পরিবর্তন আনতে হবে।
তিনি বলেন, পুলিশের স্বাধীন কমিশন গঠন হলে রাজনৈতিক ভাবে কেউ ব্যবহার করতে পারবে না। পুলিশ রাষ্ট্র ও জনগণের জন্য কাজ করবে। আপনারা অপরাধীর তথ্য দিয়ে সহযোগিতা করুন। আপনারা আইন নিজের হাতে তুলবেন না। গ্রেফতারের দায়িত্ব আমাদের। আমরা সবাই মিলে দেশ গড়তে চাই।
বিজ্ঞাপন
এমএল/
বিজ্ঞাপন








