Logo

গাজীপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

profile picture
জনবাণী ডেস্ক
২ অক্টোবর, ২০২৪, ০৫:৪৭
46Shares
গাজীপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
ছবি: সংগৃহীত

রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন

বিজ্ঞাপন

গাজীপুরে নবাগত প্রথম নারী জেলা প্রশাসক নাফিসা আরেফীনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহেল রানা ও উপ-পরিচালক (স্থানীয় সরকার) মো. ওয়াহিদ হোসেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় গাজীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক আমজাদ হোসেন, সাবেক সভাপতি অধ্যাপক এনামুল হক, নাসির আহমেদ, মজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক রাহিম সরকার, আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবিদ হোসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান টিটু, দেলোয়ার হোসেন, শাহ সামসুল হক রিপন, সাদেক আলী, আফজাল হোসেন, রায়হানুল ইসলাম আকন্দসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

এসময় সাংবাদিকরা জেলার যানজট, রাস্তায় সিএনজি-অটোর স্ট্যান্ড, সরকারি সেবা প্রতিষ্ঠানে দালালদের দৌরাত্ম্য, পরিবেশ দূষণ রোধে কার্যকর ব্যবস্থা, নিয়মিত বাজার মনিটরিং, রিসোর্ট ও পার্কে অনৈতিক কাজ বন্ধ করা, আন্তঃনগর ট্রেন থামানো, রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাংবাদিকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, ‘আপনারা আমাকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করবেন। এতটুকু আশ্বাস দিতে পারি, কেউ কোনো অন্যায় আবদার আমাকে দিয়ে করাতে পারবেন না। তবে ভালো কাজে সবাই আমার সর্বাত্মক সহযোগিতা পাবেন। ৬ মাস পরে আপনাদের সাথে আবার একটি মতবিনিময় করবো তখন সামগ্রিকভাবে আপনারা সবকিছু বুঝতে পারবেন। আমারও কিছু ভুল হতে পারে তা আপনারা বলে দিবেন। আপনাদের সবাইকে নিয়েই যে কাজগুলো এখনই করার সময় এগুলো দ্রুত সময়ের মধ্যে করা হবে।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD