Logo

ছাত্রলীগ এখন টুপি লীগ-পাঞ্জাবি লীগ: ড. রেজাউল করিম

profile picture
জনবাণী ডেস্ক
১৯ অক্টোবর, ২০২৪, ২৩:১৩
46Shares
ছাত্রলীগ এখন টুপি লীগ-পাঞ্জাবি লীগ: ড. রেজাউল করিম
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর শহর জামায়াতের সহকারী সেক্রেটারী অধ‍্যক্ষ হারুনুর রশিদ

বিজ্ঞাপন

ছাত্রলীগ এখন টুপি লীগ- পাঞ্জাবি লীগ বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। 

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে পৌরসভা দক্ষিণ অঞ্চলের আয়োজনে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, যারা বিনা ভোটে এতো ক্ষমতার দাপট দেখিয়েছেন তারা এখন কোথায়। তারা এখন বিভিন্ন রুপে আসছে। তারা কখনো আনসার লীগ, তারা কখনও বিদ্যুৎ খুঁটির আন্দোলনের নামে আসে, তারা গার্মেন্টে শ্রমিক আন্দোলনের নামে এসে অরাজকতা সৃষ্টি করতে চায়। 

রেজাউল করিম আরো বলেন, ছাত্রলীগ এখন দাঁড়ি রেখে, পাঞ্জাবি টুপি পড়ে নিষিদ্ধ ব্যানার নিয়ে অপকৌশলে লিপ্ত হচ্ছে।

বিজ্ঞাপন

সম্মেলনে লক্ষ্মীপুর শহর আমীর এ‍্যাড. আবুল ফারাহ নিশানের সভাপতিত্বে ও শহর সহকারী সেক্রেটারী এ‍্যাড. মঞ্জুরুল আলম মিরনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারী ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারী মাওলানা নাছির উদ্দিন মাহমুদ, সহকারী সেক্রেটারী এ‍্যাড. মহসিন কবির মুরাদ, জেলা কর্মপরিষদ সদস‍্য শামছুল ইসলাম, লক্ষ্মীপুর শহর সেক্রেটারী মাওলানা জহিরুল ইসলাম, শহর সহকারী সেক্রেটারী অধ‍্যাপক আব্দুর রহমান জাহাঙ্গীর, লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ‍্যাড. শাহাদাত হোসাইন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ও ঢাাকা জজ কোর্টের এপিপি এ‍্যাড. নিজাম উদ্দিন মাহমুদ।

বিজ্ঞাপন

এছাড়া আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর শহর জামায়াতের সহকারী সেক্রেটারী অধ‍্যক্ষ হারুনুর রশিদ, শহর শাখার কর্মপরিষদ সদস‍্য মাষ্টার খোরশেদ আলম, পৌরসভার ৭নং ওয়ার্ড আমীর আব্দুল হান্নান বাবলু, ৮নং ওয়ার্ড সভাপতি দেলোয়ার হোসেন, ৯নং ওয়ার্ড আমীর আব্দুল আজিজ রাজু, ১২ নং ওয়ার্ড সভাপতি শামছ মোঃ তারেক মোল্লা প্রমূখ।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD