কমলগঞ্জে শিক্ষকের মৃত্যুতে শোকের ছায়া

একজন আদর্শ শিক্ষকের কখনও মৃত্যু হয় না
বিজ্ঞাপন
একজন আদর্শ শিক্ষকের কখনও মৃত্যু হয় না। তিনি তাঁর সততা, দক্ষতা, যোগ্যতা, দেশপ্রেম, ত্যাগের মহিমা ও নৈতিকতার মাধ্যমে ছাত্রদের মনোজগতে অমরত্বের বীজ বপন করে যান।
বিজ্ঞাপন
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের পবিত্র কুমার সরকার (৫২) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে মৌলভীবাজার সরকারী সদর হাসপাতালে মৃত্যু হয়। গুণী এই শিক্ষকের মৃত্যুতে স্কুলের বর্তমান ও প্রাক্তন সকল শিক্ষক-শিক্ষার্থীদের মাঝেও শোকের ছায়া নেমে আসে।
বিজ্ঞাপন
জানা যায়, শিক্ষক পবিত্র কুমার সরকার কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের গনিত ও পদার্থ বিজ্ঞান বিষয়ের একজন আদর্শ শিক্ষক ছিলেন। একই স্কুলের সহকারী প্রধান শিক্ষক তাজ উদ্দিন এ তথ্য নিশ্চত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন থেকে পবিত্র কুমার সরকার ডায়াবেটিস রোগে ভুগছিলেন। কিছুদিন ধরে স্ট্রোক করার পর শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৮নভেম্বর লাইফ লাইন প্রাইভেট হাসপাতালের ভর্তি করে আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণেও রাখা হয়। ২২ নভেম্বর চিকিৎসা শেষে বাড়িতে চলে আসে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১১ টার দিকে তার মৃত্যু হয়। পবিত্র কুমার সরকার এর মৃত্যুতে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন, শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও সম্পাদক ও বিভিন্ন শ্রেনি পেশার মানুষ, শিক্ষক সমাজের নেতৃবৃন্দ গভীর শোক এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এসডি/









