Logo

গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে ১৪২ কেজি গাজাসহ আটক-২

profile picture
জনবাণী ডেস্ক
৪ ডিসেম্বর, ২০২৪, ০৩:৫৫
37Shares
গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে ১৪২ কেজি গাজাসহ আটক-২
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে ১৪২ কেজি গাজা উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

ময়মনসিংহের গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে ১৪২ কেজি গাজা উদ্ধার করা হয়েছে। 

সোমবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলার বোকাইনগর ইউনিয়নের ত্রিশঘর গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ গোয়েন্দা কার্যালয় ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মৃত চাঁন মিয়ার স্ত্রী আবেদা খাতুন (৫৪) এর বাড়িতে  অভিযান চালিয়ে ৭টি বস্তায় ১৪২ কেজি গাজা উদ্ধার করে।এ সময় মাদক ব্যবসার সাথে জড়িত দুই জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন ত্রিশঘর গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে মোকছেদুল (৩২) ও মো. আবুল কালাম ফকিরের ছেলে শরীফ (২৪)।

বিজ্ঞাপন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো: কাউছারুল হাসান রনি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে  আমাদের টীম নিয়ে উল্লেখিত স্হানের আশপাশে উৎপেতে থাকি। আমাদের উপস্থিতি টের পেয়ে ছটকে যাওয়ার চেষ্টা করলে  ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়। বাড়ীর মালিক  আবেদা উপস্থিতি টের পেয়ে ঘরে তালা লাগিয়ে পালিয়ে যায়।পরে আমরা তার বসতঘর ও রান্নাঘরে অভিযান চালিয়ে ৭টি বস্তায় ১৪২ কেজি গাজা উদ্ধার করেছি। 

বিজ্ঞাপন

অভিযানে উপস্থিত ছিলেন গৌরীপুর অস্থায়ী সেনা ক্যাম্পের (গৌরীপুর, ঈশ্বরগন্জ,নান্দাইল) ইনচার্জ মেজর নাঈম ও মেজর রোবাইয়াতের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টীম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টীম। গৌরীপুর থানার  অফিসার ইনচার্জ মির্জা মাযহারুল আনোয়ার বলেন, সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে মাদক উদ্ধার করা হয়েছে এবং দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুুতি চলছে। 

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে ১৪২ কেজি গাজাসহ আটক-২