Logo

আলোচিত অস্ত্র মামলার আসামি সেই কিশোর জামিনে মুক্তি পেয়েছে

profile picture
জনবাণী ডেস্ক
৬ ডিসেম্বর, ২০২৪, ০১:৫৭
22Shares
আলোচিত অস্ত্র মামলার আসামি সেই কিশোর জামিনে মুক্তি পেয়েছে
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে ‘বাবাকে না পেয়ে অস্ত্রসহ কিশোর ছেলেকে গ্রেপ্তারের’ ঘটনায় দায়ের মামলায় আসামিকে জামিন দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

কক্সবাজারের টেকনাফে বাবাকে না পেয়ে স্কুল শিক্ষার্থী ছেলেকে ফাঁসানো অভিযোগের মামলা থেকে জামিন পেয়েছে সেই শিক্ষার্থী। একই সঙ্গে জামিনের বিষয়টি হাইকোর্টে রাষ্ট্রপক্ষ অবহিত করার পর আইন ও সালিশ কেন্দ্র (আসক) দায়ের করা রিটটি রবিবারের কার্যতালিকায় নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ডিসেম্বর) বেলা ১২ টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আব্দুল মজিদের আদালত শিক্ষার্থীর জামিনের আদেশ দেন বলে জানান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ ইউনুছ।

বিজ্ঞাপন

জামিনপ্রাপ্ত ওই কিশোর টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। তার বাবা স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি এবং উপজেলা যুবলীগের সদস্য।

বিজ্ঞাপন

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ ইউনুছ বলেন, বৃহস্পতিবার সকালে মামলার আসামি স্কুলছাত্রের আইনজীবীরা আদালতে জামিন আবেদন করেন। আদালতে আবেদনটি আমলে নিয়ে শুনানী করেন। এতে বাদী-বিবাদী উভয়পক্ষের যুক্তি-তর্ক শেষে আদালত আসামির বয়স ও চলমান বার্ষিক পরীক্ষার সময়সূচী বিবেচনায় স্থায়ী জামিন আদেশ দেন।

বিজ্ঞাপন

জামিনপ্রাপ্ত ওই শিক্ষার্থী টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং হ্নীলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র তাউসিফুল করিম রাফি। তার বাবা স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য এবং উপজেলা যুবলীগের সদস্য রেজাউল করিম।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ ইউনুছ বলেন, বৃহস্পতিবার সকালে মামলার আসামি স্কুলছাত্রের আইনজীবীরা আদালতে জামিন আবেদন করেন। আদালতে আবেদনটি আমলে নিয়ে শুনানী করেন। এতে বাদী-বিবাদী উভয়পক্ষের যুক্তি-তর্ক শেষে আদালত আসামির বয়স ও চলমান বার্ষিক পরীক্ষার সময়সূচী বিবেচনায় স্থায়ী জামিন আদেশ দেন।

বিজ্ঞাপন

গত ২৯ নভেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছিলেন, “২৬ নভেম্বর ভোর ৪টার দিকে এই অভিযান চালানো হয়। সেই সময় একটি বাড়ির সামনের রাস্তা দিয়ে দুইজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে আটক করা হয়। পরে তার হাতে থাকা একটি নীল রংয়ের শপিং ব্যাগের ভেতর একটি বিদেশি পিস্তল, ছয়টি গুলি এবং ৪০টি নীল রংয়ের কার্তুজ পাওয়া যায়। পরে সাক্ষীদের উপস্থিতিতে তা জব্দ করা হয়। অস্ত্রটি ওই কিশোরের বাবা তাকে পাশের বাড়ির পেছনে লুকিয়ে রাখার জন্য দিয়েছিলেন। কিশোরের বাবা সন্ত্রাসী ও মাদক ব্যবসায় জড়িত।

বিজ্ঞাপন

এ ঘটনায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে ওই শিক্ষার্থীকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছিল।

কিন্তু শিশুর পিতা রেজাউল করিম জানিয়েছিলেন, মুলত রাজনৈতিক এবং নির্বাচন নিয়ে একটি পক্ষ পরিকল্পিতভাবে আমাকে না পেয়ে আমার শিশু পুত্রকে অস্ত্র মামলায় ফাঁসিয়েছে। তৌসিফুল করিম রাফি খুবই মেধাবী। সে ২০২১ সালে হ্নীলা প্রি ক্যাডেট স্কুল থেকে চতুর্থ শ্রেণীতে ড. গাজী কামরুল ইসলাম বৃত্তি লাভ করে। ২০২১ সালে চতুর্থ শ্রেণীতে হ্নীলা একাডেমি বৃত্তি ও ২০২২ সালে ৫ম শ্রেণীতে জি এইফ এইচ বৃত্তি পায়। চলমান বার্ষিক পরীক্ষায় আমার পুত্র অংশ নিতে পারলো না।

বিজ্ঞাপন

তিনি এ মামলার সাক্ষি প্রবাসী নুরুল আমিনের স্ত্রী সুফাইদা আকতার ও মৌলভী জামাল হোসাইনের সাথে আলাপ করার কথা বলে ছিলেন।

বিজ্ঞাপন

মামলার সাক্ষি প্রবাসী নুরুল আমিনের স্ত্রী সুফাইদা আকতার বলেন, ওই দিন মধ্যরাতে পুলিশ তার ঘরে ঢুকে। কোন কথা না বলে ঘরের আলমারী খুলে তকি যেন খুজতে থাকে। এক পর্যায়ে আমার আলমিরাতে অস্ত্র পেয়েছে বলে একটি কাগজে স্বাক্ষর নিয়ে চলে যায়।

অপর সাক্ষি মৌলভী জামাল হোসাইন বলেন, ভোরে মসজিদের যাত্রা দেয়া পথে পুলিশের ওসি তাকে দাঁড় করান। ওই সময় রেজাউলের ছেলেকে বাড়ি থেকে বের করতে দেখেন। ওসি তাকে জানান অস্ত্র সহ শিশুটিকে আটক করেছে। এরপর এটি কাগজে স্বাক্ষর নেন। এটা মামলার সাক্ষি কিনা জানিনা।

বিজ্ঞাপন

এই সংক্রান্ত সংবাদ গণমাধ্যমে প্রকাশিত সংবাদ আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পক্ষে আইনজীবী সৈয়দা নাসরিন বুধবার সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তুলে ধরেন।

বিজ্ঞাপন

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই ব্যাপারে বুধবার বিকালের মধ্যে বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেন।

বুধবার বিকেলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান আদালতে বলেন, ‘এক দিনের মধ্যে হালনাগাদ তথ্য জানানো যাবে আশা করছি।’

এর মধ্যে শিক্ষার্থীকে বেআইনিভাবে আটক রাখা হয়নি, তা নিশ্চিত করতে তাকে আদালতে হাজির করতে ও মুক্তি দিতে নির্দেশনা চেয়ে বুধবার রিট করে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। রিটটি বৃহস্পতিবার কার্যতালিকায় ওঠে।

ক্রম অনুসারে বিষয়টি উঠলে ডেপুটি অ্যার্টনি জেনারেল তানিম খান বলেন, শিক্ষার্থী জামিন পেয়েছে। বের হওয়ার প্রক্রিয়ায় রয়েছে বলে জেলা প্রশাসক জানিয়েছেন।

এ সময় আসকের পক্ষে আইনজীবী সৈয়দা নাসরিন উপস্থিত ছিলেন। তিনি বলেন, ওই শিক্ষার্থী জামিনে মুক্তি পাচ্ছে। রিটটি আগামী রবিবার কার্যতালিকায় আসবে।

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD