Logo

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, বিজিবির কড়া প্রতিবাদ

profile picture
জনবাণী ডেস্ক
৭ ডিসেম্বর, ২০২৪, ০৫:৪২
47Shares
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, বিজিবির কড়া প্রতিবাদ
ছবি: সংগৃহীত

এ সময় চোরাকারবারিরা বিএসএফ সদস্যদের ওপর হামলা চালায়

বিজ্ঞাপন

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে আনোয়ার হোসেন (৪০) নামে এক বাংলাদেশি নিহতের ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে গরু পাচারের সময় ভারতের অভ্যন্তরে শিংপাড়া নামক স্থানে বিএসএফের গুলিতে আনোয়ার হোসেনের মৃত্যু । উক্ত বাংলাদেশি নিহতের ঘটনায় বিএসএফের নিকট জোরালো প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদলিপি প্রেরণ করেছে বিজিবি।

বিজ্ঞাপন

একইসঙ্গে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে নিহতের লাশ ফেরত এনে পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

বিএসএফ সূত্রে জানা যায়, ভারতের অভ্যন্তরে কতিপয় ভারতীয় ও বাংলাদেশি চোরাকারবারী যোগসাজশ করে সীমান্ত দিয়ে গরু পাচারের চেষ্টা করছে দেখতে পেয়ে চানাকিয়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের প্রদান করেন। এ সময় চোরাকারবারিরা বিএসএফ সদস্যদের ওপর হামলা চালায়। এর পরিপ্রেক্ষিতে বিএসএফ সদস্যরা প্রথমে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদেরকে নিবৃত করার চেষ্টা করে। পরে তিন থেকে চার রাউন্ড ফায়ার করে। এতে একজন চোরাকারবারি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

বিজ্ঞাপন

বিএসএফ আরও জানায়, ঘটনাস্থলে চোরাকারবারিদের কাছ থেকে দুটি ভারতীয় গরু আটক করা হয়। এ সময় বিজিবির ঘাগড়া বিওপির টহলদলও ঘটনাস্থলের বিপরীতে মোমিনপাড়া সীমান্ত থেকে চোরাচালানের একটি গরু আটক করতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

এ ব্যাপারে বিজিবির নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) জানায়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধ, চোরাচালান দমন এবং সীমান্ত হত্যা বন্ধে বিজিবির টহল কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। পাশাপাশি অবৈধভাবে সীমান্ত পারাপার রোধে সীমান্তবর্তী জনসাধারণ, স্থানীয় ব্যক্তি ও জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়মিতভাবে মতবিনিময় সভা ও বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD