Logo

পঞ্চগড়ে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
৪ ডিসেম্বর, ২০২৪, ০৬:১২
55Shares
পঞ্চগড়ে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ছবি: সংগৃহীত

সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলামকে গ্রেফতার

বিজ্ঞাপন

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলামকে গ্রেফতার করেছে আটোয়ারী থানা পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল তিনটায় তাঁকে আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের দক্ষিণ সুখ্যাতি এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে তাঁকে বিকেল সাড়ে ৪টার দিকে পঞ্চগড় আমলী আদালত ৫ এঁর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হেনা সিদ্দিকীর আদালতে তোলা হয়। পরে আদালত তাঁকে জেলহাজতে প্রেরণ করেন। এর আগে গত ২১ নভেম্বর উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণনগর এলাকার বাসিন্দা ও ভ্যান চালক ফারুক বাদী হয়ে আটোয়ারী থানায় মারধর, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকীর অভিযোগ এনে ২২ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত আরো ১০০ থেকে ১৫০ জনের নামে একটি মামলা দায়ের করেন। 

বিজ্ঞাপন

এই মামলায় আটোয়ারী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলামকে অজ্ঞাত আসামী হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও আটোয়ারী থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম।

                   

বিজ্ঞাপন

আটোয়ারী  থানার পরিদর্শক (তদন্ত) মোক্তারুল আলম বলেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপজেলা সভাপতি তৌহিদুল ইসলামকে আদালতের মাধ্যেমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD