পঞ্চগড়ে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:৪২ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৪
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলামকে গ্রেফতার করেছে আটোয়ারী থানা পুলিশ।
আরও পড়ুন: শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রার পারদ ১০ ডিগ্রিতে
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল তিনটায় তাঁকে আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের দক্ষিণ সুখ্যাতি এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে তাঁকে বিকেল সাড়ে ৪টার দিকে পঞ্চগড় আমলী আদালত ৫ এঁর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হেনা সিদ্দিকীর আদালতে তোলা হয়। পরে আদালত তাঁকে জেলহাজতে প্রেরণ করেন। এর আগে গত ২১ নভেম্বর উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণনগর এলাকার বাসিন্দা ও ভ্যান চালক ফারুক বাদী হয়ে আটোয়ারী থানায় মারধর, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকীর অভিযোগ এনে ২২ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত আরো ১০০ থেকে ১৫০ জনের নামে একটি মামলা দায়ের করেন।
এই মামলায় আটোয়ারী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলামকে অজ্ঞাত আসামী হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও আটোয়ারী থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম।
আরও পড়ুন: পঞ্চগড়ে সন্ধ্যা হলেই বাড়ছে শীতের তীব্রতা
আটোয়ারী থানার পরিদর্শক (তদন্ত) মোক্তারুল আলম বলেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপজেলা সভাপতি তৌহিদুল ইসলামকে আদালতের মাধ্যেমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এসডি/