Logo

ঠাকুরগাঁওয়ে ভূমিকম্প অনুভূত

profile picture
জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও
২৫ জানুয়ারি, ২০২৬, ১০:৪৪
ঠাকুরগাঁওয়ে ভূমিকম্প অনুভূত
ছবি: সংগৃহীত

উত্তরের জেলা ঠাকুরগাঁও ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে এ কম্পন অনুভূত হয়। অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল রিকটার স্কেলে ৩ দশমিক ৪। এর গভীরতা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা না গেলেও প্রাথমিকভাবে একে অগভীর ভূমিকম্প বলে ধারণা করা হচ্ছে। সংস্থাটি জানিয়েছে, বেশিরভাগ মানুষ এই কম্পন তেমনভাবে টের পাননি।

বিজ্ঞাপন

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ঠাকুরগাঁওয়ের অনেক বাসিন্দা ঝাঁকুনি অনুভব করার কথা জানিয়েছেন। বিশেষ করে পীরগঞ্জ ও রানীশংকৈল এলাকার বাসিন্দারা তুলনামূলক বেশি কম্পন টের পাওয়ার কথা উল্লেখ করেছেন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া অফিস সহকারী গোলাম মোস্তফা জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকার প্রায় ৩৩১ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

বিজ্ঞাপন

এর আগে, চলতি মাসের ৫ জানুয়ারি সিলেট ও আশপাশের এলাকায় ভোররাতে ভূমিকম্প অনুভূত হয়। সেদিন ভোর প্রায় ৪টা ৪৭ মিনিটে কয়েক সেকেন্ড স্থায়ী কম্পনে নগরীর জিন্দাবাজার, উপশহর, আম্বরখানা, টিলাগড়, শাহপরান থানা এলাকা ছাড়াও দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলায় কম্পন টের পান বাসিন্দারা।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD