Logo

মাদারীপুরে বাবার হাতে কলেজ পড়ুয়া মেয়ে খুন

profile picture
জনবাণী ডেস্ক
৯ ডিসেম্বর, ২০২৪, ০৩:৩৩
23Shares
মাদারীপুরে বাবার হাতে কলেজ পড়ুয়া মেয়ে খুন
ছবি: সংগৃহীত

মাদারীপুরে বাবার হাতে কলেজ পড়ুয়া মেয়ে খুন

বিজ্ঞাপন

মাদারীপুরে শিবচরে পারিবারিক কলহের জেরে বাবার হাতে এক কলেজ পড়ুয়া মেয়ের, খুন হওয়ার অভিযোগ উঠেছে। 

রবিবার (৮ ডিসেম্বর) সকাল আটটার সময় উপজেলার যাদুয়ারচর এলাকার গোমস্তাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই কলেজ ছাত্রী গোমস্তাকান্দি গ্রামের ফরহাদ গোমস্তার মেয়ে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের জাদুয়ারচর গ্রামের ফরহাদ গোমস্তা ও তার স্ত্রী নাজমা বেগমের সাথে তাদের  কলেজ পড়ুয়া মেয়ে আইরিন আক্তার মুক্তি (১৭) কে  নিয়ে স্বামী-স্ত্রী দুজনের মাঝে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ফরহাদ গোমস্তা তার পাশে থাকা মেয়ের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে মুহূর্তের মধ্যে ওই ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ে । 

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করে। নিহত ওই কলেজ ছাত্রী শিবচরের বহরমগঞ্জ কলেজের ইন্টারমিডিয়েটের  প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কান্নাজড়িত কণ্ঠে নিহত কলেজ ছাত্রী মা নাজমা বেগম বলেন, আমার মেয়ে হত্যার সঠিক বিচার চাই। আমার মেয়ে সম্পূর্ণ নির্দোষ।

এ বিষয়ে শিবচর থানার ওসি মুক্তার হোসেন বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD