Logo

কয়রায় নৌকা তৈরীর কাজে ব্যস্ত সময় পার করছে গোল পাতা আহরণ কারী বাওয়ালিরা

profile picture
জনবাণী ডেস্ক
৯ জানুয়ারী, ২০২৫, ০২:০৬
43Shares
কয়রায় নৌকা তৈরীর কাজে ব্যস্ত সময় পার করছে গোল পাতা আহরণ কারী বাওয়ালিরা
ছবি: সংগৃহীত

বিশ্বের অন্য তম সৌন্দর্য মন্ডলিত সুন্দরবন এই সুন্দরবনে অনেক প্রজাতির গাছ আছে।

বিজ্ঞাপন

বিশ্বের অন্য তম সৌন্দর্য মন্ডলিত সুন্দরবন এই সুন্দরবনে অনেক প্রজাতির গাছ আছে। অন্যতম গোল পাতা উপকূলঅঞ্চলে গরিবের ঢেউ টিন নামে পরিচিত । আগামী ২৮ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত সুন্দরবনে গোল পাতা আহরণ চলবে।

বিজ্ঞাপন

বুধবার (৮ জানুয়ারি) কয়রা উপজেলার সদরের ৬ নং কয়রা  ও মহারাজ পুর ইউনিয়নের হায়াত খালি গ্রাম ঘুরে জানা গেছে গোল পাতা আহরণ কারী বাওয়ালিরা নৌকা তৈরী ও সংস্কার কাজে ব্যস্ত সময় পার করছে।

বিজ্ঞাপন

বাওয়ালি রেজাউল বলেন প্রতি বছরের ন্যায় এবছর ও সুন্দরবনে গোল পাতা আহরণ করতে যাবো এক বছর নৌকা ফেলে রাখা হয়েছে নৌকার অনেক জায়গায় নষ্ট হয়ে গেছে সেটা মেরামত করছি গোল পাতা আহরণ শুরু হওয়ার আগে নৌকা মেরামতের কাজ শেষ করতে হবে বলে আশা করছি। 

আরেক বাওয়ালি খায়রুল বলেন শুনতেছি বনে আবার নতুন করে বন দস্যু আসছে তাদের জন্য অনেক জেলে ও সুন্দরবনে যাওয়া বন্ধ করে দিয়েছে। আমরা কি করে সুন্দরবনে গোল পাতা আহরণ করবো সেটা এখন বড় চিন্তার বিষয়। প্রতি নৌকায় ৬/৭ জন বাওয়ালি এক সাথে হয়ে  গোল পাতা সংগ্রহ করতে যায়। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সুন্দরবন পশ্চিম বন বিভাগ কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা সাদিকুজ্জামান বলেন ‘কত গুলা পারমিট দেওয়া সেটা প্রসেসিং করা হয়নি তবে কাশিয়াবাদ স্টেশন থেকে আনুমানিক ৫/৬ টা পারমিট দেওয়া হবে। সুন্দরবন পশ্চিম বন বিভাগের সহকারী বন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন বাওয়ালি দের জন্য নিরাপত্তা দেওয়ার সর্বাত্মক সহযোগিতা করো। প্রতি নিয়ত সুন্দরবনে আমাদের টহল কার্যক্রম অব্যহত রয়েছে। সুন্দরবনে যে কোনো অনিয়ম শক্ত হাতে দমন করা হবে। 

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD