Logo

মিয়ানমার থেকে অনুপ্রেবেশকালে ৩০শিশুসহ ৩৮রোহিঙ্গা উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
১৬ জানুয়ারী, ২০২৫, ২২:৪২
29Shares
মিয়ানমার থেকে অনুপ্রেবেশকালে ৩০শিশুসহ ৩৮রোহিঙ্গা উদ্ধার
ছবি: সংগৃহীত

টেকনাফের বাহারছড়া উপকূল দিয়ে অনুপ্রবেশকালে ৩০জন শিশুসহ ৩৮জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার

বিজ্ঞাপন

মিয়ানমারের রাখাইন রাজ্যে থেকে পালিয়ে সাগর পথে পাড়ি দিয়ে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূল দিয়ে অনুপ্রবেশকালে ৩০জন শিশুসহ ৩৮জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে থানা পুলিশ। তবে তাদের মধ্যে আটজন প্রাপ্তবয়স্ক নারী থাকলেও কোনো পুরুষ ছিল না। 

বিজ্ঞাপন

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলের দিকে টেকনাফ উপজেলার বাহারছড়ার  নোয়াখালীয়াপাড়া সাগর পথে অনুপ্রবেশকালে তাদেরকে উদ্ধার করা হয়েছে।  এ তথ্যটি নিশ্চিত করেছেন বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরির্দশক শোভন কুমার সাহা। 

বিজ্ঞাপন

পুলিশ বলছেন, সাগর পাড়ি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করা রোহিঙ্গারা এখন পুলিশ হেফাজতে রয়েছেন। তাদের বিষয়ে ঊধবতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে। নিদের্শনা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। 

পুলিশ পরির্দশক শোভন কুমার সাহা বলেন, ‘সাগর পাড়ি দিয়ে তারা টেকনাফের বাহারছড়ার নোয়াখালীয়া এলাকার দিয়ে দালালের মাধ্যমে অনুপ্রবেশ করছেন। দালাল চক্রের লোকজন পালিয়ে যাওযাই তাদের আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে ৩০জন শিশুসহ ৩৮জন রোহিঙ্গা নাগরিককে উধ্ধার করা হয়েছে। তারা সবাই মিয়ানমারের রাখাইন রাজ্যের বিভিন্ন গ্রাম থেকে পালিয়ে দালালের মাধ্যমে বাংলাদেশে অনুপ্রবেশ করেন।এরজন্য তাদের মোঠা অঙ্কের টাকা গুনতে হয়েছে।বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন। এ ব্যাপারে বিজিবির সহযোগিতা কামনা করা হয়েছে। 

বিজ্ঞাপন

এরআগে গত ৫জানুয়ারী টেকনাফের মেরিন ড্রাইভের সাবরাং মুন্ডারডেইল ঘাট দিয়ে একটি ট্রলারে নারী-শিশুসহ ৩৬জন রোহিঙ্গা অনুপ্রবেশকালে বিজিবির হাতে আটক হয়েছিল। পরে তাদের স্বদেশে ফেরত পাঠানো হয়।।

বিজ্ঞাপন

অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানান টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন। তিনি বলেন, ‘অবৈধভাবে অনুপ্রবেশ রোধ করতে সকল আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে এক সঙ্গে কাজ করতে নিদেশনা দেওয়া হযেছে। উধবতন কতৃপক্ষের নিদেশনা পাওয়া পর ব্যবস্থা নেওয়া হবে। 

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD