টেকনাফে অপহৃত বৃদ্ধকে ৩২ ঘন্টা পর ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:২৩ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৫
কক্সবাজার টেকনাফে ফজর নামাজে যাওয়ার সময় সোমবার ভোরে অপহৃত মোহাম্মদ শাকের (৬০) নামের এক বৃদ্ধকে ৩২ ঘন্টা পর ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাহাড়ে ছেড়ে দেয়ার পর এলাকাবাসীর সহযোগিতায় পিতাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন অপহৃতের সন্তান মোহাম্মদ আব্দুল্লাহ।
আরও পড়ুন: টেকনাফ পাহাড়ে বাচ্চা প্রসবের পর মা হাতির মৃত্যু
অপহৃত মোহাম্মদ শাকের টেকনাফ হোয়াইক্যং মিনা বাজার ঘোনা পাড়ার এলাকার বাসিন্দা। সোমবার ১৩ জানুয়ারী ফজরের নামাজ পড়তে বের হয়ে এই বৃদ্ধকে অপহরণ করা হয় বলে জানিয়েছিলেন অপহৃতের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ।
মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, আমার বাবা সোমবার ফজরের নামাজ পড়তে এলাকার মসজিদে যায়। নামাজ পড়ে বাড়িতে ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজি করি, কিন্তু কোথায় না পেয়ে আমরা অনেক ভয়ের মধ্যে ছিলাম, রাতে আমার আম্মুর নাম্বারে ফোন করে অপহরণের কথা বলে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছে। অপহরণের বিষয়ে আমার মা হাসিনা বেগম বাদি হয়ে টেকনাফে থানায় অভিযোগ দায়ের করেছি। আমার বৃদ্ধ পিতাকে উদ্ধারের জন্য আইন-প্রয়োগকারী সংস্থার কাছে সহযোগিতা চাই।
তিনি বলেন, এর মধ্যে মঙ্গলবার বাবাকে পাহাড়ে ছেড়ে দেয়া হয়। উদ্ধার করে ঘরে আনা হয়েছে। তাকে নির্যাতন করা হয়েছে। চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। তবে কোন প্রকার মুক্তিপণ দেয়া হয়নি বলে জানান তিনি।
এব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে অপহৃত ব্যক্তিকে উদ্ধারের জন্য পুলিশের অভিযান শুরু করে। মুক্তিপণ দাবির বিষয়টি আমিও শুনেছি। পুলিশের অভিযান অব্যাহত থাকার এক পর্যায়ে অপহৃতকে ছেড়ে দেয়ার খবর পাওয়া গেছে। তার কাছ থেকে তথ্য সংগ্রহ করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, গত এক বছরের বেশি সময়ে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১৯৩জনকে অপহরণের ঘটনা ঘটেছে।
এসডি/