Logo

পুলিশ পরিচয়ে ছিনতাইকালে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক

profile picture
জনবাণী ডেস্ক
১৮ জানুয়ারী, ২০২৫, ২২:১৮
43Shares
পুলিশ পরিচয়ে ছিনতাইকালে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক
ছবি: সংগৃহীত

ভেড়ামাড়ায় ভুয়া পুলিশ পরিচয়ে ছিনতাই করতে গিয়ে ২ জনকে আটক করেছে ভেড়ামারা থানা পুলিশ।

বিজ্ঞাপন

কুষ্টিয়ার ভেড়ামাড়ায় ভুয়া পুলিশ পরিচয়ে ছিনতাই করতে গিয়ে ২ জনকে আটক করেছে ভেড়ামারা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি অস্ত্র, ৫ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন ও ১টি বিদেশি চাকু উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ই জানুয়ারি) বিকাল ৪ টার দিকে ভেড়ামারা-প্রাগপুর সড়কের হাওয়াখালি নামক জায়গা থেকে তাদের আটক করা হয়। আটককৃত ২ ছিনতাইকারীর মধ্যে দৌলতপুরের বাহিরমাদী এলাকার গোলাম নবীর ছেলে ও মথুরাপুর পিপলস ডিগ্রি কলেজ ছাত্রলীগের  সাবেক সভাপতি রজব সরকার এবং তার সহযোগী একই এলাকার মো. ফজলুল হকের ছেলে দুর্জয়।

প্রত্যক্ষদর্শী ও ভেড়ামারা থানা পুলিশ সূত্রে জানা যায়, ছাগলের ব্যাপারী পাবনা কাশীনাথপুর এলাকার জহুরুল ও ঈশ্বরদী শেখ পাড়ার মিন্টু দৌলতপুর থেকে ভেড়ামারায় আসছিলেন। ভেড়ামারার হাওয়া খালি নামক জায়গায় রজব সরকার ও তার সহযোগী দুর্জয়  পুলিশ পরিচয়ে তাদের পথরোধ করে। অবৈধ মাল আছে মর্মে, এ সময় তারা ব্যবসায়ীদেরকে মারধর করে। এক পর্যায়ে স্থানীয় জনগণ এসে ছিনতাইকারী দুই ভুয়া পুলিশকে বেঁধে রাখে। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে তারা এসে রজব সরকারের থেকে ১টি বিদেশি অস্ত্র,৫ রাউন্ড গুলি,১টি ম্যাগাজিন ও দুর্জয়ের থেকে ১টি বিদেশি চাকুসহ তাদের আটক করে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী জহুরুল জানান, হাওয়াখালি নামক জায়গায় আমাদেরকে দুজন পুলিশ পরিচয় দিয়ে থামতে বলে । এরপর আমাদের পকেট চেক করতে থাকে।একপর্যায়ে আমরা চিৎকার দিলে, স্থানীয়রা এসে তাদের বেঁধে রাখে। আমরা পালিয়ে আসি। 

বিজ্ঞাপন

  

ভেড়ামারা থানার ওসি (তদন্ত) রকিবুল ইসলাম বলেন, বিদেশি অস্ত্র-গুলিসহ দুজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD