Logo

দিনাজপুরে ডিবি পরিচয়ে টাকা ও স্বর্ণালঙ্কার লুট

profile picture
জনবাণী ডেস্ক
২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:৩৬
51Shares
দিনাজপুরে ডিবি পরিচয়ে টাকা ও স্বর্ণালঙ্কার লুট
ছবি: সংগৃহীত

দিনাজপুরের কমলপুরে ডিবি পুলিশ পরিচয়ে এক বাড়িতে তল্লাশির নামে টাকা ও স্বর্ণালঙ্কার লুট

বিজ্ঞাপন

দিনাজপুরের কমলপুরে ডিবি পুলিশ পরিচয়ে এক বাড়িতে তল্লাশির নামে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ।

সোমবার(২৪ফেব্রুয়ারী)সকাল ১১টায় দিনাজপুর সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের দানিহারী হাসপুকুর এলাকায় মলিন চন্দ্র রায় (ঠাকুর)এর বাড়িতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভুক্তভোগী পরিবার মলিন চন্দ্র রায়ের স্ত্রী ভারতী রানী বলেন সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় দুইজন ব্যক্তি এসে আমার স্বামী মলিন চন্দ্র রায়ের নাম ধরে ডেকে বাইরে আসতে বলে। সেই সময় আমার স্বামী বাড়িতে না থাকায় আমি বাইরে বের হলে ঐ দুই ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয় এবং বলে বাসায় অবৈধ মাল (মাদক) রয়েছে বাড়ি তল্লাশি করতে হবে। বাসায় কেউ নেই বললে আমাকে মামলাসহ বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে বাড়িতে প্রবেশ করে বিভিন্ন জায়গায় তল্লাশি করার পর একজন বাইরে এবং একজন আমার শয়নকক্ষে প্রবেশ করে আমার ট্রাঙ্ক খুলে দেখার জন্য চাবি চায় । তাকে চাবি দিয়ে আমাদের সামনে তল্লাশি করতে বললে সে আমার নাতনি ও আমাকে হ্যান্ডকাপ বের করে ধরে নিয়ে যাওয়ার ভয় দেখিয়ে ঘড় থেকে জোর করে বের করে দেয় । 

কিছুক্ষণ পরে তড়িঘড়ি করে ঘড় থেকে বেরিয়ে মটরসাইকেল নিয়ে চলে যায় ।তারা চলে যাওয়ার পরে ঘড়ে ঢুকে দেখি ট্রাঙ্কের সমস্ত কাপড় চোপড় উলোট পালোট এবং ট্রাঙ্কে থাকা গলার ,কানের এবং আংটিসহ  দুইভরি ওজনের স্বর্ণালঙ্কার ও নগদ ৬হাজার টাকা তারা লুট করে নিয়ে গেছে।ভারতী রানীর নাতনী অনামিকা রায় বলেন আমি ঘড়ের ভিতর যেতে চাইলে আমাকেও ভয় দেখিয়ে বের করে দেয় এবং এক জায়গায় জোর করে দাঁড় করিয়ে রাখে।প্রতিবেশী কয়েকজন বলেন আমাদের কাছে তারা এসে মলিন চন্দ্র রায়ের ঠিকানা জিজ্ঞাসা করে এবং মামলা দিয়ে ধরে নিয়ে যাওয়ার ভয় ভীতি দেখায়।

বিজ্ঞাপন

এই ঘটনায় মলিন চন্দ্র রায়ের স্ত্রী ভারতী রানী রায় বাদী হয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেন।

বিজ্ঞাপন

ভারতী রানী ও নাতনী অনামিকা রায়ের দেয়া ডিবি পরিচয় দেয়া দুই ব্যক্তির  দৈহিক গঠনের বর্ণনা একজনের গায়ের রং শ্যামলা,গড়ন সুঠাম ও লম্বা এবং চোখের উপরে ভাঁজ রয়েছে আরেকজন মোটা ফর্সা এবং মাথায় টাক রয়েছে। এছাড়াও তাদের সংগে হ্যান্ডকাপ ও ওয়ারলেস ছিল বলেও জানান তারা।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD