Logo

কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে হামলা, আহত ১০

profile picture
জনবাণী ডেস্ক
২৩ মার্চ, ২০২৫, ২৩:১৪
42Shares
কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে হামলা, আহত ১০
ছবি: সংগৃহীত

একদল সন্ত্রাসী হঠাৎ করে লাঠিসোটা নিয়ে আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলা চালায়

বিজ্ঞাপন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় দাইয়ু সোয়েটার কারখানায় বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিকদের আন্দোলনে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। 

বিজ্ঞাপন

রবিবার (২৩ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে শ্রমিকরা কারখানার সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এ সময় একদল সন্ত্রাসী হঠাৎ করে লাঠিসোটা নিয়ে আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১০ জন শ্রমিক আহত হন।

বিজ্ঞাপন

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ তাদের ন্যায্য পাওনা পরিশোধে দীর্ঘদিন ধরে গড়িমসি করছে। ঈদের আগে বেতন ও বোনাস পরিশোধের দাবিতে তারা আন্দোলনে নামলে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  রিয়াদ মাহমুদ জানান,পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

শ্রমিকদের পক্ষ থেকে দোষীদের দ্রুত গ্রেফতার আহতদের চিকিৎসা খরচ বহনের দাবি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD