Logo

মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাড়ীঘরে আগুন

profile picture
জনবাণী ডেস্ক
২২ এপ্রিল, ২০২৫, ২৪:১২
34Shares
মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাড়ীঘরে আগুন
ছবি: সংগৃহীত

মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাড়ীঘর ও পোল্ট্রি খামার আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে।

বিজ্ঞাপন

নরসিংদী জেলার, মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের লেবুতলা গ্রামে মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাড়ীঘর ও পোল্ট্রি খামার আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২০ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৮টায় বিদেশ ফেরত সৈয়দ মো. কামালের বাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তার ছেলে সৈয়দ মো. জুনায়েদ। সৈয়দ কামাল-সাবিনা দম্পত্তির এক ছেলে সৈয়দ জুনায়েদ ও ১ মেয়ে মোছাঃ জান্নাতসহ চার জনের ছোট সংসার।

বিজ্ঞাপন

সাবিনা আক্তার সৌদি প্রবাসী। বাবা কামাল প্রায় দশ বছর বিদেশ করে বর্তমানে গ্রামেই পোল্ট্রি মুরগির ব্যবসা করছেন।এক ছেলে ও এক মেয়েকে মায়ের অনুপস্থিতিতেই তিনি লেখাপড়া খরচ সহ মানুষ করার চেষ্টা করে যাচ্ছেন। ছেলে তারাকান্দী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র, মেয়ে  ৫ম শ্রেণীর ছাত্রী।

বিজ্ঞাপন

স্থানীয়দের বলেন, প্রায় সময়ই বাপ-ছেলের মধ্যে ঝগড়াঝাটি হয়। গতকাল সকালেও বাপ-ছেলে মধ্যে ঝগড়াঝাটি হয়েছে। রবিবার বিকেলে জুনায়েদ তার পিতা কামালকে একটি নতুন মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য প্রচন্ড চাপ দেয় কিন্তু তার পিতা সৈয়দ কামাল তাতে অপারগতা প্রকাশ করে। তখন সে বাড়ী থেকে রাগ করে বের হয়ে যায়। রাত আনুমানিক সাড়ে আটটায় দিকে পুনরায় বাড়ীতে ফিরে এসে কেউ কোন কিছু বুঝে উঠার আগেই প্রকাশ্যেই বাড়ীঘরে আগুন লাগিয়ে সব কিছু নিশ্চিহ্ন করে দেয়। সে সময় জুনায়েদ এর বাবা বাড়ীতে ছিল না।

আগুন লাগার ঘটনার পর মনোহরদী ফায়ার সার্ভিসকে ফোনে না পেয়ে তাৎক্ষণিকভাবে ডাক চিৎকারে এলাকাবাসী সহায়তায় দীর্ঘ সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা, ততক্ষণে সবকিছু পুড়ে ছাই। যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকার মতো হবে। 

বিজ্ঞাপন

এ অগ্নিকাণ্ডের বিষয়ে প্রতিবেশীরা জানান, রাত সাড়ে আটটায় দিকে হঠাৎ বাড়ীতে আগুন দেখতে পান মুহুর্তের মধ্যেই আগুন সারা বাড়ীতে ছড়িয়ে পড়ে। এতে পোল্ট্রি খামার, ১টি আধা-পাকা টিনের ঘর ১টি পানির মটার সহ ছোট বড় অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।

বিজ্ঞাপন

সৈয়দ কামাল বলেন, আমার সব শেষ হয়ে গেছে আমার আর কিছুই রইলনা, আমি এখন কি করবো, কি করে চলবো। 

বিজ্ঞাপন

ছেলে সৈয়দ জুনায়েদ কে আটকে রেখে মনোহরদী থানায় খবর দিয়েছে এলাকাবাসী। তবে এবিষয়ে এখনো কোন আইনি উদ্যোগ নেওয়া হয়নি।

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাড়ীঘরে আগুন