Logo

বিশ্ববিদ্যালয়ে সুযোগ না পেয়ে শরীরে পেট্রোল ঢেলে ‍যুবকের আত্মহত্যা

profile picture
জনবাণী ডেস্ক
১২ মে, ২০২৫, ০৭:১০
35Shares
বিশ্ববিদ্যালয়ে সুযোগ না পেয়ে শরীরে পেট্রোল ঢেলে ‍যুবকের আত্মহত্যা
ছবি: সংগৃহীত

চারটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেও ভর্তির সুযোগ না পেয়ে শরীরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করেছে রিউশা।

বিজ্ঞাপন

কুষ্টিয়ার কুমারখালীতে এক ছাত্রের আগুনে পুড়া মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (১১ মে) সকাল ৬ টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের সিংদাহ গ্রামের নিজ বাড়ি থেকে প্রায় ১০০ গজ দুরের একটি ডোবা পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে স্বজনরা। এরপর দুপুরে খবর পেয়ে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পু্লিশ। নিহত ছাত্রের নাম শাহরিয়ার অন্নব রিউশা ( ১৭)। সে ওই গ্রামের সোহেল রানার ছেলে। 

বিজ্ঞাপন

স্বজনদের দাবি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ -৫ প্রাপ্ত রিউশা ২০২৫ - ২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল, রাজশাহী বিদ্যালয়সহ অন্তত চারটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছে। তবে একটিতেও ভর্তির সুযোগ হয়নি তার। এ নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিল সে। তাদের ভাষ্য,চারটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেও ভর্তির সুযোগ না পেয়ে শরীরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করেছে রিউশা।

বিজ্ঞাপন

পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, অত্যন্ত মেধাবী ও বিনয়ী ছাত্র রিউশা কুষ্টিয়া এডুকেয়ার স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে ২০২৩ সালে এসএসসি পাশ করে ঢাকা রামপুরা এলাকায় খালার বাড়িতে চলে যায়। সেখানে ঢাকা কলেজ থেকে ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ -৫ প্রাপ্ত রিউশা ২০২৫ - ২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য প্রথমে ঢাকা মেডিকেলে পরীক্ষা দেয়। এরপর ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয়। 

বিজ্ঞাপন

সর্বশেষ ২৭ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেয়। তবে একটিতেও ভর্তির সুযোগ না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে এবং একাকীত্ব জীবন কাটাচ্ছিল সে। স্বজনরা তাকে মানসিক শক্তি বৃদ্ধির জন্য সাহস দিয়ে আসছিলেন।

তারা আরো জানায়, গত শুক্রবার ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসে রিউশা। সেখানেও মানসিক অস্বস্তিতে ভুগছিলেন। আর গত শনিবার রাত সাড়ে আটটার দিকে মা মুক্তা খাতুন তার বাবার বাড়িতে রিউশার জামা কাপড় আনতে গিয়েছিল। এরপর রাত সোয়া নয়টা থেকে রিউশাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলনা। রাতে সম্ভাব্য সকল স্থানেও খুঁজে তাকে পাওয়া যায়নি। পরে আজ রবিবার সকাল ছয়টার দিকে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দুরের একটি ডোবা পুকুরে পুড়ানো ও বিবস্ত্র অবস্থায় তার মরদেহটি উদ্ধার করে স্বজনরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আগুনে পুড়ে যাওয়া এক যুবককে মৃত্যুর খবর শুনে ঘটনা স্থলে যায়, তার শরীর পুরে গেছে পরিবারের দাবি ভার্সিটিতে চান্স না পাওয়ায় গায়ে পেট্রোল দিয়ে আত্মহত্যা করছে, আমরা লাশ মর্গে পাঠিয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সুলায়মান শেখ। 

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD