অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কুড়িগ্রামে সেনাবাহিনীর অভিযান

অতিনিক্ত ভাড়া না দিতে হয় সে জন্য কুড়িগ্রামের সেনাবাহিনী টহল এবং তল্লাশী কার্যক্রম জোরদার করেছে।
বিজ্ঞাপন
ঈদে ঘর মুখো মানুষ যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে ও অতিনিক্ত ভাড়া না দিতে হয় সে জন্য কুড়িগ্রামের সেনাবাহিনী টহল এবং তল্লাশী কার্যক্রম জোরদার করেছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে কুড়িগ্রাম সেনা ক্যাম্পের চৌকস ক্যাম্প কমান্ডার-এর নেতৃত্বে একদল সেনাবাহিনী কুড়িগ্রামের শাপলা চত্ত্বর এলাকায় ঢাকা থেকে কুড়িগ্রামগামী একটি বাসে তল্লাশী চালায়। এসময় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় মালিক পক্ষের কাছ থেকে জরিমানা আদায় সহ যাত্রীদের কাছ থেকে নেয়া অতিরিক্ত ভাড়া ফেরত দেয়া হয়।
বিজ্ঞাপন
কুড়িগ্রাম সেনাবাহিনীর এমন ইতিবাচক কার্যক্রমে বাড়ী ফেরা বাস যাত্রীগন স্বস্তির নিশ্বাস ফেলেছে।
উল্লেখ্য- বুধবার (৪ জুন) কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা সভাপতিতে অনুষ্ঠিত এক সভায় ঈদকে সামনে রেখে সর্বসম্মতিক্রমে বাস ভাড়া নির্ধারণ করা হয়। ওই সভায় জানানো হয়েছিল যে সকল বাস মালিক অতিরিক্ত ভাড়া আদায় করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সেনা ক্যাম্পের কমান্ডার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, কুড়িগ্রাম জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. কফিল উদ্দিন, কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য জোটের সদস্য সচিব আমিনুর রহমান ও পুলিশ সুপারের প্রতিনিধি, বিআরটিএ কর্মকর্তা , সাংবাদিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সিভিল প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাগণ।
এসডি/
বিজ্ঞাপন








