আগামী নির্বাচন পুলিশ চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে: খুলনা পুলিশ সুপার
6Shares

ছবি: প্রতিনিধি
খুলনার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুবুর রহমান বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন পুলিশ চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে। অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেফতার, জলদস্যু ও বনদস্যু দমনে সবচেয়ে গুরুত্ব দেওয়া হবে।
বিজ্ঞাপন
মঙ্গলবার বিকেলে খুলনার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তিনি সিলেট থেকে গত ২৯ নভেম্বর খুলনা পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
জেবি/এসএ








