Logo

যমুনা সেতুর ওপর ১৫ গাড়ি বিকল, দীর্ঘ যানজটের সৃষ্টি

profile picture
জনবাণী ডেস্ক
১৫ জুন, ২০২৫, ০৬:০৬
73Shares
যমুনা সেতুর ওপর ১৫ গাড়ি বিকল, দীর্ঘ যানজটের সৃষ্টি
ছবি: সংগৃহীত

সেগুলো ঠিক করতে ও সারিয়ে নিতে সময় লাগে

বিজ্ঞাপন

পবিত্র ঈদুল আজহা’র ছুটি শেষে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে রাজধানী ঢাকায় ফিরতে মানুষের ঢল নেমেছে। 

শুক্রবার (১৩ জুন) রাত থেকে শনিবার (১৪ জুন) বিকেল ৫টা ৩০মিনিট পর্যন্ত যমুনা সেতুর ওপর ১৫টি গাড়ি বিকল হয়েছে। এতে সেতুর ২ প্রান্তেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল।

বিজ্ঞাপন

সরেজমিনে গিয়ে দেখা যায়, যানজটের কারণে শনিবার বিকেল ৩টা ৩০মিনিট থেকে উত্তরবঙ্গগামী যানবাহন বন্ধ করে সেতুর দুই প্রান্ত দিয়েই ঢাকাগামী যানবাহন চলাচল করছে।

বিজ্ঞাপন

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাত থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থেকে। রাতে যমুনা সেতুর ওপর সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলতি গাড়ি রেকার দিয়ে সরিয়ে নিতে কিছুটা সময় লাগে। আবার রাতে একে একে বেশ কয়েকটি গাড়ি বিকল হতে থাকে। সেগুলো ঠিক করতে ও সারিয়ে নিতে সময় লাগে। এসময় উভয় পাশেই টোল আদায় বন্ধ রাখা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, এখনও সেতুর ওপর একটি গাড়ি বিকল হয়ে আছে। সবমিলিয়ে রাত থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ১৫টির বেশি গাড়ি বিকল হয়েছে। বিশেষ করে লক্কড়-ঝক্কড় গাড়ি বিকল হচ্ছে। এ ছাড়া ভালো গাড়িও বিকল হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, রাতে সড়ক দুর্ঘটনার পর থেকে এক ঘণ্টা পর পর সেতুর ওপর গাড়ি বিকল হচ্ছে। ফলে গাড়িগুলো রানিং করা যাচ্ছে না। মহাসড়কে প্রচুর যানবাহন রয়েছে। আশা করছি, শিগগির যানবাহন চলাচল স্বাভাবিক হবে।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD