তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ

তিস্তা নদীতে মাছ ধরতে এসে রহিমুদ্দিন (৭২) নামের এক বৃদ্ধ নিখোঁজ হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সোলাগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
রতি (সোলাগাড়ি) মৌজা এলাকার জহদ্দি এর ছেলে। তিনি পেশায় নারিকেলের গাছের ডাল গ্রামে গ্রামে পরিষ্কার করেন। এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় সাংবাদিক আব্দুল হাকিম সবুজ।
আরও পড়ুন: দেশের চার বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, তিস্তা নদীতে টনি জাল দিয়ে মাছ ধরার সময় রহিমুদ্দিন নামে এক ব্যক্তি নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে জানালে ডুবুরির দল এসে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। এখন পর্যন্ত রহিমুদ্দিনকে উদ্ধার করা সম্ভব হয়নি।
রাজারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ আখতারুজ্জামান সওদাগর বলেন, আমাদের ডুবরি দল তিস্তা নদী থেকে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কাজ করছে।