কসবায় জনপ্রিয় হয়ে উঠছে আদা চাষ, আগ্রহ বাড়ছে কৃষকদের

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃষকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে বস্তায় আদা চাষ। অল্প জায়গা, কম খরচ এবং সহজ পরিচর্যার কারণে অনেক কৃষক এখন বসতবাড়ির আঙিনা, ছাদ কিংবা খালি জায়গায় বস্তা ব্যবহার করে আদা চাষ করছেন।
বিজ্ঞাপন
কৃষি অফিস জানাচ্ছেন, বিশেষ করে শহর ও গ্রামীণ এলাকায় সীমিত জমি থাকা সত্ত্বেও কৃষকরা সহজেই এভাবে আদা উৎপাদন করতে পারছেন।
স্থানীয় কৃষকরা বলছেন, বস্তায় চাষ করা আদার ফলন বেশ ভালো হচ্ছে। একটি বস্তা থেকেই ৮-১০ কেজি পর্যন্ত আদা পাওয়া যাচ্ছে। বাজারে আদার দামও তুলনামূলক বেশি হওয়ায় এটি তাদের জন্য বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে।
বিজ্ঞাপন
কসবা উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম জানান, দীর্ঘদিন ধরে পড়ে থাকা অনাবাদি জায়গা গুলোকে আবাদের আওতায় আনতে বস্তায় আদা চাষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কৃষি অফিসের উদ্বুদ্ধকরণের মাধ্যমে উপজেলার প্রতিটি ইউনিয়নে বস্তায় আদা চাষে আগ্রহী হচ্ছে কৃষক। এতে লাভবান হচ্ছেন কৃষকরা। এ বছর উপজেলায় মোট ৫ হাজার বস্তায় আদা চাষের টার্গেট রয়েছে।
তিনি বলেন, আমরা কৃষকদের এ বিষয়ে প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছি। এতে কৃষকরা কম খরচে বেশি লাভবান হতে পারবেন। কৃষকদের অর্থনৈতিক অবস্থার উন্নতিতে বড় ভূমিকা রাখবে।
বিজ্ঞাপন
কসবায় এখন শুধু কৃষকরাই নয়, সাধারণ মানুষও ঘরের আঙিনায় বস্তায় আদা চাষে আগ্রহ দেখাচ্ছেন। ফলে খুব অল্প সময়েই এটি একটি জনপ্রিয় কৃষি উদ্ভাবন হিসেবে স্থান করে নিচ্ছে।