ধামরাইয়ে দুর্গোৎসবকে ঘিরে মন্ডপে মন্ডপে চলছে প্রস্তুতি

দেশে সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ঢাকঢোল পিটিয়ে উৎসবের আমেজ নিয়ে আগামী রবিবার (২৮সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
বিজ্ঞাপন
এবছর ঢাকার ধামরাই উপজেলায় ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নে ১৯৮টি মন্দির-মন্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজা। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা তৈরির প্রস্তুতি। মাটির প্রলেপ ও রং দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে প্রতিমা গুলো। কয়েকদিন পরই রং-তুলির আঁচড়ে দৃষ্টিনন্দন করা হবে এই সব প্রতিমা।
পুরোহিত অপু চন্দ্র বলেন, এই বছর পঞ্জিকা মতে আগামী ২৮সেপ্টেম্বও সকাল ৯টায় মহাষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। বাঙালী হিন্দু সম্প্রদায়ের কাছে এ হচ্ছে দুর্গা দেবীর আগমনী বার্তা। এবার দেবী দুর্গা গর্জে আগমন করবেন এবং ২অক্টোবর বিজয়া দশমীতে পালকীতে কওে গমন করবে।
আরও পড়ুন: কাশিমপুরে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর
বিজ্ঞাপন
ধামরাই উপজেলার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নন্দ গোপাল বলেন, শারদীয় দুর্গাপূজা ও দুর্গোৎসব সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য ইতিমধ্যে প্রত্যেকটি পূজা মন্দিরে স্থানীয়ভাবে পর্যবেক্ষণ কমিটি করা হয়েছে। আশা করছি শান্তিপুর্ণ পরিবেশে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি ডা. অজিত কুমার বসাক বলেন, এবার দুর্গা পূজা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন হবে। প্রতিটি দুর্গাপূজার মন্দিরের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা বসানো হবে। যাতে করে কোন ধরণের নাশকতা কেউ করতে না পারে।
এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মনিরুল ইসলাম বলেন, এবার ধামরাই উপজেলায় ১টি পৌরসবাসহ ১৬টি ইউনিযনে ১৯৮টি মন্দির-মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শারদীয় দুর্গোৎসবকে আনন্দময় করেতে আমাদেও পুলিশের পাশাপাশি আনসার সদস্য নিয়মিত দায়িত্ব পালন করবে। প্রতিটি পূজা মন্দিরে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এই বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামনুন আহম্মেদ অনীক বলেন, প্রতিবছরের ন্যায় এবার একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়নে ১৯৮টিমন্দিরে-মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী শান্তিপুর্ণভাবে পূজা উদযাপনের জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি নিয়েছে। প্রতিটি পূজা মন্ডপে আইন শৃঙ্খলা বানিহীর নজওে থাকবে। আমরা এর সকল প্রস্তুতি গ্রহণ করেছি।