কাশিমপুরে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর

গাজীপুর মহানগরের কাশিমপুর ৬ নং ওয়ার্ড নামা বাজার এলাকায় দুর্বৃত্তরা স্বারদীয়া দূর্গাপূজার জন্য নির্মিত কয়েকটি প্রতিমা ভাঙচুর করেছে।
বিজ্ঞাপন
বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে অগ্রগামী যুব সংঘের আয়োজনে স্থাপিত একটি পুজামণ্ডপে এ ঘটনা ঘটে।
পূজা আয়োজক কমিটির সদস্যরা জানান, সন্ধ্যার পর পাহারাদাররা মণ্ডপে বাতি জ্বালাতে গেলে প্রতিমাগুলো ভাঙা অবস্থায় দেখতে পান। দেবী দূর্গা, গণেশ, কার্তিক, অসুর ও লক্ষ্মীসহ প্রতিটি প্রতিমার বিভিন্ন অংশ ভেঙে রেখেছে দুর্বৃত্তরা।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর দত্ত বাপ্পা ও সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদারসহ আয়োজকরা দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিজ্ঞাপন
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থল পর্যবেক্ষণে পুলিশ প্রেরন করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। সঠিক তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।