উজিরপুরে মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতামূলক সভা

বরিশালের উজিরপুর উপজেলায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমকে সামনে রেখে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ সভা আয়োজন করা হয়। ২০২৫-২৬ অর্থবছরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় সংশোধিত) এর আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সভায় বক্তারা বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এর উৎপাদন হুমকির মুখে পড়ে। এজন্য অক্টোবর মাসে নির্ধারিত সময় পর্যন্ত মা ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
এসময় জেলেদের বিকল্প কর্মসংস্থান, আইন প্রয়োগ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, জেলে, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।








