হঠাৎ ভয়াবহ ঝড়ে লন্ডভন্ড নওগাঁ

নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় হঠাৎ করে ভয়াবহ ঝড় আঘাত হেনেছে। এতে শতাধিক ঘরবাড়ি, দোকানপাট ও ফসলের জমি লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়ের তাণ্ডবে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (৪ অক্টোবর) বিকালে জেলার পত্নীতলা, ধামইরহাট, মহাদেবপুর ও সদর উপজেলার ওপর দিয়ে প্রায় আধঘণ্টা ধরে এ ঝড় বয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, বিকাল চারটার দিকে শুরু হওয়া ঝড়ের সঙ্গে মুষলধারে বৃষ্টি ও মেঘের গর্জনে চারদিক অন্ধকার হয়ে যায়। অসময়ে হঠাৎ এমন ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড হয় ঘরবাড়ি-দোকানপাট ও গাছপালা। বিশেষ করে পত্নীতলা উপজেলার মাতাজী, ভাবিচা মোড়, কাঁটাবাড়ি, মহাদেবপুর উপজেলার বিলশিকারী, দেওয়ানপুর, ধামইরহাট ও সদর উপজেলায়সহ কয়েকটি এলাকার লন্ডভন্ড হয়ে পড়ে।
পত্নীতলা ফায়ার সার্ভিসের সদস্যরা জানায়, তারা মাতাজি রোড ও পুরাতন বাজার এলাকায় পড়ে থাকা গাছ সরানোর কাজ করছে।
বিজ্ঞাপন
জেলা প্রশাসক আব্দুল আউয়াল বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ ও সহায়তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।’








