Logo

আদালত প্রাঙ্গণে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

profile picture
উপজেলা প্রতিনিধি
সুনামগঞ্জ
৭ অক্টোবর, ২০২৫, ১৪:৫৫
29Shares
আদালত প্রাঙ্গণে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত
ছবি: প্রতিনিধি

ধর্মপাশায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্র্যাট আদালত প্রাঙ্গণে স্বামী আক্তার হোসেনের ছুরিকাঘাতে স্ত্রী শরীফা আক্তার (২৮) নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে সঙ্গে সঙ্গে আক্তার হোসেনকে উপস্থিত লোকজন পুলিশের কাছে সোপর্দ করেছে।

বিজ্ঞাপন

ঘাতক স্বামী আক্তার হোসেন (৪০) ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের হেকিম মির্জার ছেলে ও নিহত স্ত্রী শরীফা আক্তার নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌরসভার দেওথান গ্রামের মৃত রহমানের মেয়ে।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টার সময় ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্র্যাট আদালতের প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা যায়, চলতি বছরের গত ৫ মে বাবার বাড়িতে গিয়ে স্বামী আক্তার হোসেনকে তালাক দেয় স্ত্রী শরীফা আক্তার। পরে এ তালাক অমান্য করে শরীফাকে নিয়ে সংসার করার লক্ষে তার স্ত্রী শরীফা আক্তারকে শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করার জন্য আক্তার হোসেন বাদী হয়ে স্ত্রী শরীফা আক্তার ও ৬ জন স্বজনকে আসামি করে গত ৮ সেপ্টেম্বর ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্র্যাট আদালতে মামলা দায়ের করেন।

এ মামলার জবাব দেওয়ার জন্য শরিফা আদালত প্রাঙ্গণে আসামাত্রই ঘাতক স্বামী আক্তার হোসেন পেছন দিক থেকে শরীফা আক্তারকে পিঠের নীচের অংশে ছুরি দিয়ে আঘাত করে চলে যাওয়ার সময় উপস্থিত লোকজন তাকে ধরে পুলিশে সোপর্দ করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে উপজেলা হাসপাতালে নেওয়ার পরে তাক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। জখমী শরিফা আক্তারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক জানান, ঘাতক আক্তার হোসেন পুলিশের হেফাজতে আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জখমী শরিফা আক্তারকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD