Logo

র‍্যাবের গাড়ি-বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩

profile picture
জেলা প্রতিনিধি
পটুয়াখালী
১১ অক্টোবর, ২০২৫, ১৭:৩৩
13Shares
র‍্যাবের গাড়ি-বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩
ছবি: সংগৃহীত

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা এলাকায় র‍্যাবের গাড়ি ও যাত্রীবাহী বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষে তিনজনের প্রাণহানি ঘটেছে।

বিজ্ঞাপন

নিহতদের মধ্যে একজন র‍্যাব সদস্য, এক নারী ও এক শিশু রয়েছে। এ দুর্ঘটনায় আরও অন্তত ২৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

দুর্ঘটনাটি ঘটে শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে। সংঘর্ষের পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় প্রায় এক ঘণ্টা।

বিজ্ঞাপন

নিহতরা হলেন, র‍্যাবের গাড়িচালক সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল আলীম (৩৩), বাসযাত্রী আফরোজা (৩৫) এবং দুই বছর বয়সী শিশু পিয়াম।

স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ছেড়ে আসা ধানসিঁড়ি পরিবহনের একটি বাস পটুয়াখালীর দিকে যাচ্ছিল, আর র‍্যাবের একটি মিনিবাস বরিশাল থেকে কুয়াকাটার পথে ছিল। ফতুল্লা এলাকায় পৌঁছালে দুই যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অন্তত ৩০ জন আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক শিশু পিয়ামকে মৃত ঘোষণা করেন। র‍্যাব সদস্য আবদুল আলীম ও আফরোজাকে লেবুখালী ক্যান্টনমেন্টে নেওয়া হলে সেখানেও তাদের মৃত ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

পটুয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে স্থানান্তর করা হয়েছে।

এই দুর্ঘটনার কারণে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যা পরবর্তীতে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নিয়ন্ত্রণে আসে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD