Logo

চট্টগ্রামে কনসার্টে সংঘর্ষ, একজন গুলিবিদ্ধ

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
১১ অক্টোবর, ২০২৫, ২২:১১
15Shares
চট্টগ্রামে কনসার্টে সংঘর্ষ, একজন গুলিবিদ্ধ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত কনসার্টে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন শরিফ নামে এক যুবক। সংঘর্ষে পণ্ড হয়ে গেছে কনসার্ট, জানালার গ্লাস ও চেয়ার ভাংচুর করা হয়।

বিজ্ঞাপন

শনিবার (১১ অক্টোবর) রাত আটটা ২০ মিনিটের দিকে জিইসি মোড় এলাকার জিইসি কনভেনশন সেন্টারে সংঘর্ষের সূত্রপাত হয়। মোটরসাইকেল ব্রান্ড হোন্ডার একটি অনুষ্ঠানে এই ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, কসার্টের ঘটনায় গুলিবিদ্ধ শরিফকে চট্টগ্রাম মেডিকেলে আনা হয়েছে। তাকে ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। শরিফ খুলশী ডেবারপাড় এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

সংঘর্ষ শুরুর পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এখনও বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করছেন।

ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তারা এ বিষয়ে কোনো ধরণের মন্তব্য করেননি। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (উত্তর) আমিরুল ইসলামকে কল দিলেও কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD