ঢাকা-ময়মনসিংহ রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা

শ্রমিক গ্রেপ্তার ও বাস চলাচলে নিষেধাজ্ঞার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ময়মনসিংহ ও আশপাশের চার জেলা থেকে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ রয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (১২ অক্টোবর) ভোর ৬টা থেকে শুরু হওয়া এই অনির্দিষ্টকালের ধর্মঘটে শেরপুর, জামালপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলার যাত্রীরা মারাত্মক ভোগান্তিতে পড়েছেন।
অনেক যাত্রী আগে থেকেই টিকিট কেটে রাখলেও নির্ধারিত সময়ে বাস না চলায় তারা বিকল্প উপায় খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন। কেউ কেউ ভোরে বাসস্ট্যান্ডে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও বাস না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন।
বিজ্ঞাপন
ঘটনার সূত্রপাত হয় গত শুক্রবার রাতে ময়মনসিংহের হালুয়াঘাটে। মুক্তিযোদ্ধা আবু রায়হান বাসে উঠার সময় পরিবহন শ্রমিক অরুণ ঝন্টুর সঙ্গে ধাক্কা লাগলে রায়হান বারবার দুঃখ প্রকাশ করেন। কিন্তু শ্রমিক অরুণ ঝন্টু তার সঙ্গে অশালীন আচরণ করে বাস থেকে নামিয়ে দেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনার পর থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শনিবার রাত ৯টার দিকে ময়মনসিংহ শহরের মাসকান্দা এলাকায় ইউনাইটেড সার্ভিস বাস কাউন্টারের সামনে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ অরুণ ঝন্টুকে আটক করে।
বিজ্ঞাপন
এ ঘটনার প্রতিবাদে ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়। সমিতির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম জানান, আটক শ্রমিকের মুক্তি এবং চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।
এদিকে বাস বন্ধ থাকায় ঢাকা ও ময়মনসিংহগামী সাধারণ যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।