Logo

জয়পুরহাটে বিএনপির তিন মনোনয়নপ্রত্যাশীর শোডাউন

profile picture
জেলা প্রতিনিধি
জয়পুরহাট
১২ অক্টোবর, ২০২৫, ১২:২০
5Shares
জয়পুরহাটে বিএনপির তিন মনোনয়নপ্রত্যাশীর শোডাউন
ছবি: প্রতিনিধি

জয়পুরহাটে বিএনপির তিন মনোনয়নপ্রত্যাশীর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা, লিফলেট বিতরণ ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১০ অক্টোবর) সকালে কালাই পৌর শহরের পুলিশ প্লাজার সামনে থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে শেষ হয়।

তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচার ও দলের অভ্যন্তরীণ ঐক্য জোরদারের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

এতে কেন্দ্রীয় কৃষক দলের জলবায়ু বিষয়ক সম্পাদক লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আব্বাস আলী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা ফজলে কাদের সোহেলসহ কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুরের বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বক্তারা দলের অভ্যন্তরীণ বিভেদ ভুলে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD