Logo

ব্রিতে পরিকল্পনা কমিশনের সদস্য ড. মোস্তাফিজুর রহমানের পরিদর্শন

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
১২ অক্টোবর, ২০২৫, ১২:১৫
6Shares
ব্রিতে পরিকল্পনা কমিশনের সদস্য ড. মোস্তাফিজুর রহমানের পরিদর্শন
ছবি: প্রতিনিধি

পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) ড. মো. মোস্তাফিজুর রহমান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন।

বিজ্ঞাপন

শনিবার (১১ অক্টোবর) সকালে ব্রি সদর দপ্তরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। এ সময় পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম, পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানমসহ জ্যেষ্ঠ বিজ্ঞানী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে তিনি ‘যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ (এসএফএমআরএ)’ প্রকল্পের চলমান কার্যক্রম পরিদর্শন করেন। প্রকল্প পরিচালক ড. একেএম সাইফুল ইসলাম গবেষণার অগ্রগতি সম্পর্কে তাকে অবহিত করেন।

বিজ্ঞাপন

পরে ব্রি ট্রেনিং কমপ্লেক্সে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ড. মোস্তাফিজুর রহমান বলেন, কৃষিকে এগিয়ে নিতে হলে যান্ত্রিকীকরণের বিকল্প নেই। মানসম্মত কৃষিযন্ত্র উৎপাদন নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, ব্রি উদ্ভাবিত উন্নত জাতের কারণে ধানের উৎপাদন বহুগুণে বেড়েছে। জলবায়ু পরিবর্তনে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলায় চলমান গবেষণা আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

কর্মশালায় সভাপতিত্ব করেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে ব্রি দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করছে। নতুন জাতের পাশাপাশি কৃষিযন্ত্র উদ্ভাবন, উন্নয়ন ও প্রস্তুতকরণে ব্রি এখন পথপ্রদর্শকের ভূমিকা পালন করছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসএফএমআরএ প্রকল্প পরিচালক ড. একেএম সাইফুল ইসলাম।

বিকেলে মহাপরিচালকের সভাকক্ষে পরিকল্পনা কমিশনের সদস্য ড. মোস্তাফিজুর রহমান ব্রির বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি পরিচালকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি চলমান কার্যক্রম দ্রুত সম্পন্নের ওপর গুরুত্ব আরোপ করেন।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD