সন্ত্রাসী-চাঁদাবাজদের জায়গা বিএনপিতে নেই: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে কোনো চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ বা সমাজে আতঙ্ক সৃষ্টি করা ব্যক্তির জায়গা নেই বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিজ্ঞাপন
শনিবার (১১ অক্টোবর) দুপুরে গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে মহানগর বিএনপি আয়োজিত প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি সঞ্চালনা করেন। এ সময় বিভিন্ন থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে প্রাথমিক সদস্য ফরম তুলে দেন রিজভী আহমেদ।
রুহুল কবির রিজভী বলেন, “কোনো চিহ্নিত সন্ত্রাসী বা সমাজে ভয় সঞ্চারকারী ব্যক্তি বিএনপির সদস্য হতে পারবেন না। বিএনপি হচ্ছে জনগণের দল—এখানে আতঙ্ক নয়, এখানে আছে গণতন্ত্রের বিশ্বাস।”
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “ধানের শীষ প্রতীককে ঘিরে অযৌক্তিক বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। বিএনপির এই প্রতীক ৪৭ বছর ধরে জনগণের ভোটাধিকার ও স্বাধীনতার প্রতীক। এ নিয়ে বিভেদ তৈরি করা চলমান আন্দোলনের ঐক্যে ফাটল ধরানোর অপচেষ্টা ছাড়া আর কিছু নয়।”
রিজভী অভিযোগ করে বলেন, “৫ আগস্টের ঐতিহাসিক অর্জন ধ্বংস করতে রাষ্ট্রের ভেতরেই চলছে গভীর ষড়যন্ত্র। যারা অযথা বিতর্ক তৈরি করছেন, তারা পরাজিত শক্তিরই সুবিধা করে দিচ্ছেন। মতভেদ থাকতে পারে, তবে ঐক্যটাই এখন সবচেয়ে বড় শক্তি।”
বিজ্ঞাপন
সরকারের সমালোচনা করে তিনি বলেন, “শেখ হাসিনা তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নিশ্চিহ্ন করতে বিচারবহির্ভূত হত্যা, গুম, খুন ও মিথ্যা মামলা করেছেন। রাষ্ট্রের সম্পদ লুট করে দেশকে দেউলিয়া করে দিয়েছেন। যারা ক্ষমতার দাপটে মানুষকে নির্যাতন করেছে, আজ তাদের অনেকেই দেশেও ফিরতে পারছে না।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আপসহীন আন্দোলন আজ ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে। বিএনপি নতুন করে জনগণের দলে পরিণত হচ্ছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়্যেদুল আলম বাবুল, নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, সদস্য সংগ্রহ টিমের প্রধান ডা. তৌহিদুর রহমান আউয়াল, যুবদলের সাবেক সহসভাপতি জাকির হোসেন নান্নু ও বিএনপি নেতা মাহবুবুল ইসলাম।
বিজ্ঞাপন
এর আগে নগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী মিছিলসহ রাজবাড়ী মাঠে সমবেত হন।