Logo

গুম-খুনে জড়িতদের সঙ্গে আপস নেই: আখতার হোসেন

profile picture
জেলা প্রতিনিধি
রংপুর
১১ অক্টোবর, ২০২৫, ২২:৩৩
13Shares
গুম-খুনে জড়িতদের সঙ্গে আপস নেই: আখতার হোসেন
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, গুম-খুনে জড়িতদের সঙ্গে কোনো আপস নেই।

বিজ্ঞাপন

শনিবার (১১ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর পার্কের মোড় এলাকায় শহীদ আবু সাঈদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এ সময় আখতার হোসেন বলেন, ‘এই গুম ও খুনের সঙ্গে সেনাবাহিনী, ডিজিএফআই, র‍্যাবসহ অন্যান্য প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তারা যুক্ত ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের অনেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এসব গুমের সঙ্গে যেসব সেনা কর্মকর্তা, ডিজিএফআই ও র‍্যাবের কর্মকর্তারা যুক্তি ছিলেন, তাদের অতিসত্বর গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাই।

বিজ্ঞাপন

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দেশ ও দেশের জনগণের অংশ। কিন্তু এই প্রতিষ্ঠানে থেকে যারা হাসিনার খুন-গুমের হুকুম তামিল করেছে তারা দেশ ও দেশের মানুষের শত্রু, তাদের সঙ্গে কোনো আপসের জায়গা নেই।’

সংস্কার বাস্তবায়ন না করে শুধু যেনতেনভাবে ক্ষমতা হস্তান্তর করে উপদেষ্টাদের দায়মুক্তি সম্ভব নয় মন্তব্য করে আখতার হোসেন বলেন, ‘যেনতেনভাবে ক্ষমতা হস্তান্তর করার মধ্য দিয়ে উপদেষ্টারা যারা এই সরকার গঠন করেছেন তাদের দায়মুক্তি সম্ভব নয়। অবশ্যই বাংলাদেশের জনগণের পক্ষে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তারা যে ম্যান্ডেটপ্রাপ্ত হয়েছেন সে সবকিছুকে পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়নের মধ্য দিয়ে তারা তাদের সেফ এক্সিট পেতে পারেন।’

বিজ্ঞাপন

এর আগে সদ্যপ্রয়াত জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর কবর জিয়ারত করে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন আখতার হোসেন। পরে পীরগাছা ও কাউনিয়ার বিভিন্ন স্থানে দলীয় প্রচারে অংশ নেন তিনি।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD