Logo

জামায়াতকে ছাড়াই নির্বাচনে মিত্রদের নিয়ে মাঠে নামছে বিএনপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর, ২০২৫, ২০:৩৫
21Shares
জামায়াতকে ছাড়াই নির্বাচনে মিত্রদের নিয়ে মাঠে নামছে বিএনপি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে মিত্র দলগুলোর সঙ্গে আলোচনার পর্ব শুরু করেছে বিএনপি। যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক মিত্ররা ইতোমধ্যে ২১৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা জমা দিয়েছে দলটির কাছে। তবে এবারের নির্বাচনে জামায়াতে ইসলামীকে সঙ্গে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

বিজ্ঞাপন

দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতকে বাদ রেখে বিএনপি এখন শরিকদের মধ্যে জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থীদের যাচাই করছে। এ লক্ষ্যে দলটির একাধিক টিম মাঠে কাজ করছে। গত একাদশ সংসদ নির্বাচনে যে আসনগুলো শরিকদের (জামায়াত ছাড়া) দেওয়া হয়েছিল, সেগুলোর বেশিরভাগই এবারও ছাড় দেওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু প্রার্থীকে ইতোমধ্যে মৌখিকভাবে নিজ নিজ আসনে সংগঠন গুছিয়ে কাজ শুরু করার নির্দেশ দিয়েছে বিএনপির হাইকমান্ড।

দলটির সিদ্ধান্ত অনুযায়ী, যেসব মিত্র দল এবার মনোনয়ন না পাবে, তাদের সংসদের উচ্চকক্ষ। অর্থাৎ জাতীয় সংসদের বিকল্প পর্যায়ে সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বিএনপি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি শরিকদের মোট ৫৮টি আসন ছেড়ে দিয়েছিল, যার মধ্যে জামায়াতে ইসলামী পেয়েছিল ২২টি আসন এবং অন্য শরিকরা পেয়েছিল ৩৬টি।

দলীয় সূত্র আরও জানিয়েছে, চলতি মাসের মধ্যেই আসন ভাগাভাগি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। যেসব মিত্র দলকে আসন ছাড় দেওয়া হবে, তাদের বিএনপির হাইকমান্ড থেকে আনুষ্ঠানিক ‘সবুজ সংকেত’ দেওয়া হবে। তবে এ সিদ্ধান্ত ঘোষণার আগে প্রার্থীদের যাচাই-বাছাই ও মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করবে দলটি।

বিজ্ঞাপন

সূত্র মতে, এবার বিএনপি নিজস্ব প্রার্থীদের অগ্রাধিকার দিচ্ছে। ফলে মিত্ররা অনেক আসন দাবি করলেও সবগুলো মেনে নেওয়া সম্ভব হবে না। বিশেষ করে বিএনপির ঐতিহ্যবাহী ঘাঁটি বলে পরিচিত আসনগুলো মিত্রদের জন্য উন্মুক্ত করা নাও হতে পারে। ফলে আসন ভাগাভাগি নিয়ে মিত্রদের সঙ্গে মতবিরোধের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বিষয়টি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “সংসদ নির্বাচনে শরিকদের কত আসন ছাড় দেওয়া হবে, তা এখনো আলোচনা ও বিবেচনার পর্যায়ে আছে। আমরা এমন আসনেই শরিকদের প্রার্থী দেব, যেখানে জয়লাভের বাস্তব সম্ভাবনা রয়েছে। আলোচনায় সেই বিষয়টিকেই আমরা বেশি গুরুত্ব দিচ্ছি।”

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD