সারাদেশের নেতাদের ঢাকায় ডেকেছে জাতীয় পার্টি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের নেতাদের নিয়ে ঢাকায় জরুরি সভা আহ্বান করেছে জাতীয় পার্টি (জাপা)। সভায় দলটির চেয়ারম্যান জি এম কাদেরের সভাপতিত্বে নির্বাচন ও রাজনৈতিক কৌশলসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
শনিবার (১১ অক্টোবর) বিকেলে ঢাকায় এ জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে দেশের সব জেলা ও মহানগর কমিটির সভাপতি ও সম্পাদকদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
জাপার কো-চেয়ারম্যান এবং রংপুর মহানগর সভাপতি ও সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, এই সভায় আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ, প্রার্থী মনোনয়ন এবং সাংগঠনিক অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।
বিজ্ঞাপন
তিনি বলেন, “জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখার নানা চক্রান্ত চলছে। কিন্তু আমরা নির্বাচনের দল, সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত। এবারও ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”
তিনি আরও জানান, রংপুর বিভাগের ৩৩টি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা ইতিমধ্যে চূড়ান্ত করে চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
সভা শেষে ঢাকায় বড় ধরনের শোডাউন করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। মিছিলে নিজেই নেতৃত্ব দেবেন জি এম কাদের।
জাপা নেতারা আশা করছেন, এই বৈঠকের মাধ্যমে দলটি নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে এবং আসন বণ্টন বা জোট রাজনীতি নিয়ে চূড়ান্ত অবস্থান প্রকাশ করতে পারে।