Logo

দৈনিক জনবাণীতে সংবাদ প্রকাশের ফলে জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ২

profile picture
জেলা প্রতিনিধি
সাতক্ষীরা
১২ অক্টোবর, ২০২৫, ১৫:৩৬
5Shares
দৈনিক জনবাণীতে সংবাদ প্রকাশের ফলে জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ২
ছবি: প্রতিনিধি

দৈনিক জনবাণীর মাল্টিমিডিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাতক্ষীরা সদর থানা ও গোয়েন্দা শাখার যৌথ অভিযানে অনলাইন জুয়া প্ল্যাটফর্ম পরিচালনাকারী শীর্ষ এজেন্ট লিপুসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে সাতক্ষীরা পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে সাতক্ষীরা শহরের খড়িবিলা এলাকায় সদর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন- মেহেরপুর জেলার মুজিবনগর থানার শিবপুর গ্রামের মো. জিনারুল ইসলামের ছেলে মোরশেদুল আলম লিপু গাজী (২৮) এবং মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামের মাছুদুল আলমের ছেলে মুছাঈদ আলম (৩০)।

পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নানা ধরনের লোভনীয় প্রস্তাব দিয়ে অনলাইন জুয়ায় আকৃষ্ট করছিল। তারা একটি বৃহৎ অনলাইন জুয়া প্ল্যাটফর্ম পরিচালনা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত ১৬টি মোবাইল ফোন ও ৩টি ল্যাপটপ জব্দ করা হয়েছে। এসব ডিভাইস পরীক্ষা করে চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, এই চক্রের মূল কেন্দ্র মেহেরপুরে হলেও তাদের কার্যক্রম দেশের বিভিন্ন জেলায় বিস্তৃত ছিল। তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও জুয়া আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD