Logo

পাবনায় নকল ও ক্ষতিকর স্পাইডার পানীয় ধ্বংস

profile picture
জেলা প্রতিনিধি
পাবনা
১৫ অক্টোবর, ২০২৫, ১৬:২৯
7Shares
পাবনায় নকল ও ক্ষতিকর স্পাইডার পানীয় ধ্বংস
ছবি: প্রতিনিধি

দেশের জনপ্রিয় পানীয় স্পিডের আদলে পাবনায় তৈরি হতো নকল ও ক্ষতিকর পানীয় স্পাইডার। এমন একটি কারখানায় অভিযান চালিয়ে জরিমানা ও পণ্য ধ্বংস করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বিজ্ঞাপন

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে পাবনা পৌর এলাকার দক্ষিণ রাঘবপুরের লাভলী ফুড ইন্ড্রাসটিজের কারখানায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

তিনি জানান, বিএসটিআই অনুমোদনহীন পণ্য তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে এই অভিযান চালানো হয়। অভিযানে স্পিডের আদলে তৈরি নকল ও ক্ষতিকর স্পাইডার পানীয় জব্দ করে ধ্বংস করা হয়। তারা অত্যন্ত গোপনে এই পণ্যগুলো উৎপাদন করতো।

বিজ্ঞাপন

এ সময় ৫০ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ পণ্য ধ্বংস করা হয়েছে। এই ধরনের পণ্য আর উৎপাদন করবে না এমন মুচলেকা দিয়েছে মালিক। করলে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

অভিযানে পাবনা জেলা ব্যাটেলিয়িনে একটি দল, ক্যাব, নিরাপদ ফুড ও এনএসআইসহ সংশ্লিষ্টরা সহযোগিতা করেন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD