ভারতে গরু চোর সন্দেহে ৩ বাংলাদেশিকে কুপিয়ে হত্যা

ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার কারেঙ্গিছড়া এলাকায় গরু চোর সন্দেহে তিন বাংলাদেশি নাগরিককে কুপিয়ে ও তীর মেরে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নিহতরা সবাই হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসিন্দা।
বিজ্ঞাপন
বুধবার (১৫ অক্টোবর) রাতের এ ঘটনার পর সেখানকার পুলিশ মরদেহগুলো উদ্ধার করে সাম্পাহার থানায় নিয়ে যায়। বিষয়টি বৃহস্পতিবার (১৬ অক্টোবর) নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়ন।
নিহতরা হলেন— চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আলীনগর গ্রামের আশ্বব আলীর ছেলে জুয়েল মিয়া (৩২), বাসুল্লা গ্রামের কনা মিয়ার ছেলে পণ্ডিত মিয়া (৪৫) এবং কবিলাশপুর গ্রামের কদ্দুস মিয়ার ছেলে সজল মিয়া (২০)।
বিজ্ঞাপন
বিজিবির প্রাথমিক তথ্যে জানা গেছে, ওই তিনজন বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে ভারতের খোয়াই জেলার কারেঙ্গিছড়া এলাকায় প্রবেশ করেন। এলাকা থেকে প্রায় ৪ থেকে ৫ কিলোমিটার ভেতরে, ভারতের অভ্যন্তরে ৭০ বিএসএফ ব্যাটালিয়নের আওতাধীন অঞ্চলে স্থানীয় লোকজন তাদের ধরে ফেলে। পরে গরু চোর সন্দেহে উত্তেজিত জনতা তাদেরকে গণপিটুনি ও তীর মেরে হত্যা করে।
ঘটনার পরপরই বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ হয় এবং বর্তমানে পতাকা বৈঠকের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
আরও পড়ুন: চট্টগ্রামে আবাসিক ভবনে আগুন
বিজ্ঞাপন
তিনি বলেন, “কুপিয়ে ও তীর মেরে হত্যা করা তিনজনই বাংলাদেশের নাগরিক। বিএসএফের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে, বিস্তারিত পরে জানা যাবে।”
চুনারুঘাটের গাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য তারেকুর রহমান জানান, ভারতের সাম্পাহার থানায় থাকা মরদেহগুলোর ছবি দেখে নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা গরু পাচারের উদ্দেশ্যে সীমান্ত পাড়ি দিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো সরকারি মন্তব্য এখনো পাওয়া যায়নি।