Logo

রাষ্ট্রীয়ভাবে ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুরু আগামীকাল

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
১৬ অক্টোবর, ২০২৫, ২২:৪৪
10Shares
রাষ্ট্রীয়ভাবে ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুরু আগামীকাল
ছবি: সংগৃহীত

বাউল সম্রাট ফকির লালন শাহর ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনব্যাপী স্মরণোৎসব শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে এ বছরই প্রথম রাষ্ট্রীয়ভাবে লালন স্মরণোৎসব আয়োজন করা হচ্ছে।

বিজ্ঞাপন

এ বছর সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমি শুক্রবার থেকে রবিবার (১৭ থেকে ১৯ অক্টোবর) পর্যন্ত তিন দিনব্যাপী লালন উৎসবের আয়োজন করেছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বিজ্ঞাপন

জানা গেছে, ১২৯৭ বঙ্গাব্দের ১ কার্তিক উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহর মৃত্যুর পর প্রথমে তার অনুসারীরা লালন স্মরণে উৎসব পালন করতেন। পরে লালন একাডেমি ও কুষ্টিয়া জেলা প্রশাসন যৌথভাবে প্রতি বছর এ উৎসব পালন করে আসছে।

এ বছর লালনকে স্মরণ ও তার দর্শন লাভ, অচেনাকে চেনা, জ্ঞান সঞ্চয়, আত্মার শুদ্ধি ও মুক্তির লক্ষ্যে এবং আত্মিক প্রশান্তির প্রয়াসে দেশ-বিদেশ থেকে লালন অনুসারী, ভক্ত, অনুরাগী ও দর্শনার্থীরা সাঁইজির ধামে আসতে শুরু করেছেন। আগামী রবিবার রাতে এ উৎসব শেষ হবে।

কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন গণমাধ্যমকে বলেন, প্রতিদিনই রাতে আখড়াবাড়ির মূলমঞ্চে আলোচনা সভার পাশাপাশি অ্যাকাডেমির শিল্পী ও দেশবরেণ্য লালন শিল্পীরা লালন ফকিরের আধ্যাত্মিক গান পরিবেশন করবেন।

বিজ্ঞাপন

নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, আখড়াবাড়ি চত্বরে কালী নদীর তীরে মাঠে বসেছে বিশাল লালন মেলা। আর এই উৎসবকে নির্বিঘ্ন করতে সিসি টিভি, ওয়াচ টাওয়ারসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD