Logo

পুরো ভবনটিই জ্বলছে, থেমে থেমে বিস্ফোরণ

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
১৭ অক্টোবর, ২০২৫, ২৪:০৩
13Shares
পুরো ভবনটিই জ্বলছে, থেমে থেমে বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় আটতলা ভবনের পুরো কারখানাটিই একন আগুনে জ্বলছে। থেমে থেমে হচ্ছে বিকট জোরে বিস্ফোরণ। একই সঙ্গে আশপাশের ভবনে আগুন ছড়িয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। দীর্ঘ সাত ঘণ্টার চেষ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন।

বিজ্ঞাপন

আগুনের তাপের কারণে ফায়ার সার্ভিসের সদস্যরা ভবনের কাছেই যেতে পারছেন না। দূর থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে। আগুনের তাপের কারণে ভবনটির ১০০ মিটার পর্যন্ত কেউ যেতে পারছেন না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে সিইপিজেডের অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিকেল কোম্পানির গুদামে আগুন লাগে। কারখানার গুদামই সাততলায়, যেখান থেকে আগুনের সূত্রপাত হয়। তবে সূত্রপাতের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

বিজ্ঞাপন

জানা গেছে, তাপের তীব্রতায় ভবনের ছাদ ধসে পড়ছে। ভবনটি থেকে আগুনের ফুলকি চারপাশে ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আশপাশের ভবনে পানি ছিটিয়ে এ আগুন ছড়িয়ে পড়া রোধ করার চেষ্টা করছেন। সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা তাদের ভবনের পাশ থেকে জনসাধারণকে সরিয়ে নিচ্ছেন। উদ্ধার সহায়তায় দুই প্লাটুন বিজিবিও ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

সিইপিজেড কর্তৃপক্ষ ও কারখানার মালিকপক্ষ জানিয়েছে, ভেতরে কোনো শ্রমিক আটকে নেই। সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকার নির্বাহী পরিচালক আবদুস সুবহান বলেন, আশপাশের কোনো কারখানা খোলা রাখা হয়নি। আশপাশের কারখানায় যাতে আগুন না লাগে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, আগুনের তাপের কারণে কারখানাটির কাছে যাওয়া যাচ্ছে না। এ কারণে আগুন নেভানোর পাশাপাশি ছড়িয়ে পড়া রোধ করতে কাজ করছেন তারা। ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পোহাতে হচ্ছে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD