চবি শিক্ষার্থীর হাত-পায়ের রগ কাটা লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর বন্দর থানার আনন্দবাজার এলাকায় ভয়াবহ এক ঘটনা ঘটেছে। কাঁশবনের ভেতর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর হাত-পায়ের রগ কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
নিহত শিক্ষার্থীর নাম শামীম মাসউদ খান জয় (২৫)।
রবিবার সন্ধ্যায় আউটার রিং রোডসংলগ্ন সানসেট পয়েন্ট বিচ অ্যান্ড রিসোর্টের দক্ষিণ পাশে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা প্রথমে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে তাকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চলন্ত অ্যাম্বুলেন্সে হঠাৎ ভয়াবহ আগুন
বিজ্ঞাপন
নিহত শামীম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করছিলেন। তার আগে তিনি ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) থেকে স্নাতক সম্পন্ন করেন। পরিবারের সঙ্গে তিনি চট্টগ্রামের বড়পোল এলাকার বন্দর আবাসিকে বসবাস করতেন। তাদের গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জে।
শামীমের বাবা শহীদুল ইসলাম খান জানান, “রবিবার দুপুরে বাসা থেকে বের হওয়ার সময় শামীম বলেছিল, একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছে। পরে সন্ধ্যায় এক অচেনা নাম্বার থেকে ফোন আসে। জানানো হয়, আমার ছেলে আহত অবস্থায় পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে দেখি, ওর হাত-পায়ের রগ কাটা, পাশে একটি এন্টি কাটার পড়ে আছে।”
তিনি আরও বলেন, “আমার ছেলের সঙ্গে কারো শত্রুতা ছিল না। শান্ত স্বভাবের ছেলে ছিল। ওর ফোনকলের সূত্র ধরলে পুলিশ নিশ্চয়ই খুনিদের খুঁজে পাবে।”
বিজ্ঞাপন
বন্দর থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিন বলেন, “ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা এন্টি কাটারটি আলামত হিসেবে জব্দ করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”
স্থানীয়রা জানান, ঘটনাটি এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি করেছে। পুলিশ ঘটনাটিকে পরিকল্পিত হত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করছে।