সরকারি কলেজে আ.লীগ কর্মীদের নিয়ে জামায়াতের নির্বাচনি প্রশিক্ষণ

নেত্রকোনার দুর্গাপুরে সরকারি কলেজের মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত একটি নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে সুসং সরকারি কলেজ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াত নেতারা মাঠপর্যায়ের সংগঠনের সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেন।
আরও পড়ুন: মহেশপুরে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বিজ্ঞাপন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান। এছাড়া জামায়াতে ইসলামী নেত্রকোনা-১ আসনের সম্ভাব্য প্রার্থী অধ্যাপক আবুল হাসেম, পৌর শাখার সভাপতি মো. হাবিবুর রহমান ও জেলা মানবসম্পদ উন্নয়ন বিভাগের সভাপতি জহির উদ্দিন বক্তব্য রাখেন।
এ বিষয়ে সুসং সরকারি কলেজের একজন সিনিয়র প্রভাষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরকারি কলেজের মিলনায়তনে কোনো রাজনৈতিক দলের সভা করার অনুমতি সাধারণত দেওয়া যায় না। আমি একজন শিক্ষক হিসেবে এমন কোনো অনুমতির বিষয়ে জানি না।
বিজ্ঞাপন
এ বিষয়ে যোগাযোগ করা হলে কলেজের অধ্যক্ষ সাংবাদিক পরিচয় জেনে বলেন, আমি এখন ব্যস্ত, পরে কথা বলবো।
দুর্গাপুর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন বলেন, আওয়ামী লীগে অনেক কর্মী আছেন যারা ত্যাগী ও নিষ্ঠাবান, কিন্তু মূল্যায়ন পাননি। তারা যদি আমাদের আহ্বানে সাড়া দেন, তাহলে তাদের নিয়ে প্রশিক্ষণ বা আলোচনা সভা করায় কোনো সমস্যা দেখি না।
বিজ্ঞাপন
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা বলেন, সরকারি কলেজ মিলনায়তনে রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে-এ বিষয়ে আমি অবগত নই। এটি কলেজ কর্তৃপক্ষের নিজস্ব বিষয়। তবে যদি আইনশৃঙ্খলার কোনো সমস্যা সৃষ্টি হয়, তাহলে প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে।