Logo

খুলনায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

profile picture
জেলা প্রতিনিধি
খুলনা
২১ অক্টোবর, ২০২৫, ১৭:৩৯
7Shares
খুলনায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
ছবি: প্রতিনিধি

খুলনায় প্রীতি ফুটবল খেলায় বিচার বিভাগ একাদশ ১-০ গোলে জেলা আইনজীবী সমিতি একাদশকে পরাজিত করেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় অতিরিক্ত জজ খুরশিদ আলমের একমাত্র গোলে বিজয়ী হয় বিচার বিভাগ একাদশ।

তিনি খেলার প্রথমার্ধের ১০ মিনিটে এ গোলটি করেন। প্রধান অতিথি হিসেবে খেলাটি উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি ছিলেন মহানগর দায়রা জজ শরীফ হোসেন হায়দার, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্টেট চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট মো: আকরাম হোসেন, মো: রাখিবুল হাসান, নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের জজ আসলাম মৃধা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শাহনেওয়াজ খালেদ, জেলা পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন, জেলা আইনজীবী সমিতির আহবায়ক অ্যাড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, সদস্য সচিব নুরুল হাসান রোবা, জেলা ও দায়রা জজের পিপি চৌধুরী তৌহিদুর রহমান তুষার, মহানগর পিপি একেএম শহিদুল আলম, সাবেক সভাপতি মাসুদ হোসেন রনি, শেখ আব্দুল আজিজ, সরদার মো: ইউনুস, সাবেক সম্পাদক মোল্লা মাসুম রশিদ ও মোল্লা মশিউর রহমান নান্নু।

বিচার বিভাগের অধিনায়ক ছিলেন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: আকরাম হোসেন ও আইনজীবীদের পক্ষে ছিলেন অ্যাড. আবু নিক্সন।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD